বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেলে ইসরাইলি হামলার প্রতিবাদ ও নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে বিএনপির আয়োজিত র্যালিতে অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন।
মুসলিম বিশ্বের নীরবতার কারণে ফিলিস্তিনের মানুষ গণহত্যার শিকার হচ্ছে উল্লেখ করে সালাহউদ্দিন বলেন, ‘কয়েকটি দেশের মদদে ফিলিস্তিনে গণহত্যা চলছে। এই হত্যাযজ্ঞ থামাতে মুসলিম বিশ্বের ভূমিকা প্রশ্নবিদ্ধ। মুসলিম বিশ্বের মোড়লরা সক্রিয়ভাবে পদক্ষেপ নেয়নি।’
ইন্দো-মার্কিন ষড়যন্ত্রের কারণে বছরের পর বছর গণহত্যা চলছে অভিযোগ করে বিএনপির এই নেতা বলেন, ‘জাতিসংঘের কোনো রেজুলেশন তারা মানেনি।’
তিনি আরও বলেন, ‘বিএনপির ইতিহাস, জিয়াউর রহমানের নেতৃত্বে ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর। আর আওয়ামী লীগের ইতিহাস ইসরাইলে পরোক্ষভাবে স্বীকৃতি দেয়ার। পাসপোর্ট থেকে ইসরায়েলের নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং আড়িপাতা যন্ত্র কিনে তারা ইসরাইলের পাশে দাঁড়িয়েছিল।’
এ সময় বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খান বলেন, ‘জিয়াউর রহমান ফিলিস্তিনের নেতা ইয়াসির আরাফাতকে অতিথি করে এনে সম্মান দিয়েছিলেন দেশটির জনগণকে। সমগ্র বিশ্ব প্রতিবাদ জানালেও প্রতিহত করার উদ্যোগ নেয় না কেউ।’
আরও পড়ুন: জিয়াউর রহমান বেঁচে থাকলে ইসারাইল এমন কর্মকাণ্ডে সাহস পেত না: মির্জা আব্বাস
নিরপরাধ নারী পুরুষ শিশুদের হত্যার নৃশংসতা বন্ধে সব রাষ্ট্রকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বিএনপির এই নেতা।
তিনি বলেন, ‘যারা ইসরাইলকে সমর্থন করে তাদের মত ও পথ পরিবর্তনে মুসলিম বিশ্ব উদ্যোগ নিতে পারে। অন্তর্বর্তী সরকারকেও উদ্যোগ নেওয়ার আহ্বান জানাচ্ছি।’
ইসরাইলি পণ্য বয়কট করতে হবে, কিন্তু প্রতিষ্ঠানগুলোকে আক্রমণ কিংবা লুটপাট করা অপরাধ বলে মন্তব্য করেছেন নজরুল ইসলাম।
তিনি আরও বলেন, ‘বাংলাদেশে এমন শক্তি আছে যারা ফিলিস্তিনের পক্ষের আন্দোলনে একমত নয়। তারা লোক ঢুকিয়ে বানচালের চেষ্টা করছে। এই আন্দোলনে যারা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করবে তারা ইসরাইলের লোক, পতিত স্বৈরাচারের লোক।’
]]>