ফিলিস্তিনিদের পক্ষে ব্যস্ত না, বিএনপির ক্ষমতায় যাওয়া আটকাতে ব্যস্ত সবাই: গয়েশ্বর

১ সপ্তাহে আগে
ফিলিস্তিনে পরিচালিত ইসরাইলি বর্বরতা এবং গণহত্যার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন বিএনপির নেতাকর্মীরা। বিক্ষোভ সমাবেশ থেকে ফিলিস্তিনিদের পক্ষে অন্তর্বর্তী সরকার ও দেশের সুশীল সমাজের প্রতিনিধিদের সরব হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) নয়াপল্টনে আয়োজিত বিএনপির বিক্ষোভ সমাবেশ থেকে তিনি এ আহ্বান জানান।

 

গয়েশ্বর বলেন, অন্তর্বর্তী সরকার ফিলিস্তিনিদের বিষয়ে এখনো কথা বলেনি। অনেক সুশীল আছে, তাদের সাড়া মিলছে না। তবে বিএনপি সবসময় ন্যায়ের পক্ষে, মানবতার পক্ষে।

 

এ সময় মুসলিম বিশ্বের দ্বিধাবিভক্তির কারণে ফিলিস্তিনিদের ওপর নির্যাতন চলছে বলে মন্তব্য করেন বিএনপির এ সিনিয়র নেতা।

 

তিনি আরও বলেন, বিএনপির ক্ষমতায় যাওয়া ঠেকাতে সবাই ব্যস্ত, ফিলিস্তিনের পক্ষে ব্যস্ত না।

 

আরও পড়ুন: জিয়াউর রহমান বেঁচে থাকলে ইসারাইল এমন কর্মকাণ্ডে সাহস পেত না: মির্জা আব্বাস

 

তিনি দেশে দেশে ইসরাইলি বর্বরতার বিরুদ্ধে আওয়াজ তোলার আহ্বান জানান। গয়েশ্বর চন্দ্র বলেন, ভারতের সঙ্গে ইসরাইলের আনুষ্ঠানিক সম্পর্ক আছে, আমেরিকার সঙ্গে আছে। অন্যান্য দেশে প্রতিবাদের ঝড় উঠছে না কেন?

 

এদিকে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রাজধানীতে বিএনপির বিক্ষোভ সমাবেশ ও র‌্যালির পাশাপাশি দেশের সব মহানগরে ফিলিস্তিনের পক্ষে প্রতিবাদ ও সংহতি র‌্যালি করছে বিএনপি।

]]>
সম্পূর্ণ পড়ুন