গেল মাসেই ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্য। গাজায় ইসরাইলি আগ্রাসনের তীব্র নিন্দাও জানিয়েছে দেশটি। যদিও গণমাধ্যম চ্যানেল ফোর এর নতুন এক অনুসন্ধান বলছে, গেল আগস্ট মাসে যুক্তরাজ্য থেকে ইসরাইলে এক লাখ ১০ হাজার বুলেট পাঠানো হয়েছে।
প্রতিবেদন মতে, এর বাজারমূল্য প্রায় ২০ হাজার পাউন্ড। আগস্ট মাসে মোট অস্ত্র রফতানি ছিল দেড় লাখ পাউন্ডেরও বেশি।
কাস্টমস কোডে এসব পণ্যকে তালিকাভুক্ত করা হয়েছে সরাসরি বুলেট হিসেবে। পাশাপাশি, ট্যাঙ্ক ও রাইফেলের যন্ত্রাংশসহ ক্ষেপণাস্ত্র, বিস্ফোরক ও গোলাবারুদও গেছে অন্যান্য ক্যাটাগরিতে।
আরও পড়ুন: গাজায় ইসরাইলি আগ্রাসনকে গণহত্যা ঘোষণা করে প্রস্তাব পাস লেবার পার্টির
চ্যানেল ফোর এর প্রতিবেদনে আরও বলা হয়, শুধু ২০২৫ সালের জুনেই প্রায় ৪ লাখ পাউন্ড মূল্যের গোলাবারুদ ইসরাইলে প্রবেশ করেছে, তিন বছরের মধ্যে যা এক মাসে সর্বোচ্চ।
এর আগে, ২০২৪ সালের সেপ্টেম্বরে যুক্তরাজ্য সরকার মানবাধিকার লঙ্ঘনের আশঙ্কায় ইসরাইলে অস্ত্র রফতানির ২৯টি লাইসেন্স স্থগিত করেছিল। তবে এখনো প্রায় ৩৫০টি লাইসেন্স সক্রিয়, যার মধ্যে ১৬০টির বেশি সামরিক হিসেবে তালিকাভুক্ত।
এদিকে, প্রতিবেদনটি প্রকাশের আগের দিনই লেবার পার্টি পার্লামেন্টে প্রস্তাব পাস করেছে, যেখানে জাতিসংঘের সিদ্ধান্ত উদ্ধৃত করে বলা হয়, গাজায় ইসরাইল জাতিগত নিধন চালাচ্ছে।
]]>