ফিলিস্তিন-পন্থিদের বিক্ষোভে উত্তাল নিউইয়র্ক, গ্র্যান্ড সেন্ট্রাল স্টেশনে ‘শাটডাউন’

২ সপ্তাহ আগে
গাজা উপত্যকায় ইসরাইলি গণহত্যা বন্ধের আহ্বান জানাতে স্থানীয় সময় সোমবার (৭ এপ্রিল) যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে জড়ো হয়েছিলেন শত শত ফিলিস্তিনিপন্থি বিক্ষোভকারী। এসময় ম্যানহাটনের গ্র্যান্ড সেন্ট্রাল টার্মিনাল ‘শাটডাউন’ বা ‘বন্ধ’ করে দেন তারা।

মঙ্গলবার (৮ এপ্রিল) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু।

 

প্রতিবেদনে বলা হয়, বিক্ষোভকারীরা ফিলিস্তিনি পতাকা উঁচিয়ে ইসরাইলের প্রতি মার্কিন সমর্থন বন্ধ করারও আহ্বান জানান।

 

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠকের জন্য ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ওয়াশিংটন ডিসিতে অবস্থান করার মধ্যেই এই বিক্ষোভ হলো। 

 

আরও পড়ুন: ইসরাইলকে সহায়তার প্রতিবাদ করায় মাইক্রোসফটের ২ প্রকৌশলী বরখাস্ত!

 

বিক্ষোভকারীরা ‘আমরা গণহত্যায় ক্লান্ত’ লেখা প্ল্যাকার্ড নিয়ে ‘ফিলিস্তিন মুক্ত করো’-এর মতো নানা স্লোগান দেন।

 

২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরাইলি বাহিনীর নৃশংস হামলায় ৫০,৭০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু।

 

গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের জন্য গত নভেম্বরে নেতানিয়াহু এবং তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্তের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত। 

 

আরও পড়ুন: যুক্তরাষ্ট্র গাজা দখল করলে খুবই ভালো হবে: ট্রাম্প

 

এছাড়া গাজায় যুদ্ধের জন্য ইসরাইল আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলারও মুখোমুখি।

 

সূত্র: আনাদোলু এজেন্সি, আল জাজিরা

]]>
সম্পূর্ণ পড়ুন