ফিলিপিন্সের পর ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পের আঘাত

১ সপ্তাহে আগে
ফিলিপিন্সের পর এবার ইন্দোনেশিয়ায় একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ৬.৫ মাত্রার এই ভূমিকম্পে বেশ ক্ষয়ক্ষতির পাশাপাশি অন্তত তিনজন আহত হয়েছেন। খবর আনাদোলু এজেন্সির।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ফিলিপিন্সের মধ্যাঞ্চলে ৬.৯ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সেই সঙ্গে এখন পর্যন্ত মৃতের সংখ্যা ৬৯ জনে দাঁড়িয়েছে। আহত মানুষের সংখ্যা দেড়শ ছাড়িয়েছে।

 

ফিলিপিন্সে ভূমিকম্পের ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে ইন্দোনেশিয়ায় ভূমিকম্প আঘাত হানলো। ইন্দোনেশিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের (বিএনপিবি) তথ্য মতে, মঙ্গলবার (১ অক্টোবর) বিকেল ৪টা ৪৯ মিনিটে পূর্ব-জাভা প্রদেশে ৬.৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। 

 

তবে ইউএস ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) ভূমিকম্পটিকে ৬.০ মাত্রার বলে জানিয়েছে। ভূমিকম্পটি সুমেনেপ রিজেন্সির কালিয়াঙ্গেট থেকে ৩২ কিলোমিটার (১৯.৮ মাইল) দূরে ১৩.৯ কিলোমিটার (৮.৬ মাইল) গভীরতায় অনুভূত হয়।

 

আরও পড়ুন: ফিলিপিন্সে শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬৯, আহত শতাধিক

 

দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ (বিএনপিবি) বুধবার জানিয়েছে, ভূমিকম্পে তিনজন আহত হয়েছেন এবং ৩০টি ঘরবাড়ি ও উপাসনালয় ক্ষতিগ্রস্ত হয়েছে। কিছু এলাকায় বিদ্যুৎ বিভ্রাট ঘটেছে, যার পুনরুদ্ধারের প্রচেষ্টা চলছে। 

 

এদিকে ইন্দোনেশিয়ায় একটি স্কুল ধসের ঘটনায় ভবনের ধ্বংসস্তূপের নিচে কমপক্ষে ৯১ জন আটকা পড়েছেন বলে জানিয়েছে সরকারি কর্তৃপক্ষ। গত সোমবার (২৯ সেপ্টেম্বর) পূর্ব জাভার সিদোয়ারজোতে অবস্থিত আল খোজিনি ইসলামিক বোর্ডিং স্কুলের শিক্ষার্থী এবং কর্মীরা বিকেলে নামাজ আদায়ের সময় ভবনটি ধসে পড়ে।

]]>
সম্পূর্ণ পড়ুন