ফিলিপিন্সে শক্তিশালী ভূমিকম্প, ১ ঘণ্টার মধ্যে ধ্বংসাত্মক সুনামির আশঙ্কা!

১ দিন আগে
ফিলিপিন্সের দক্ষিণ-পূর্ব উপকূলে ৭.৪ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)। এর ফলে বিপজ্জনক সুনামির ঢেউ তৈরি হতে পারে বলে সতর্ক করেছে স্থানীয় কর্তৃপক্ষ। সতর্কতা জারি করা হয়েছে ইন্দোনেশিয়ায়ও।

ইউএসজিএস অনুসারে, ভূমিকম্পটি দ্বীপের রাজধানী দাভাও থেকে প্রায় ১২৩ কিলোমিটার (৭৯ মাইল) দূরে মিন্দানাও দ্বীপের পূর্ব দিকে ৫৮.১ কিলোমিটার (৩৬ মাইল) গভীরতায় আঘাত হানে। 

 

ফিলিপিন্স ইনস্টিটিউট অব ভলকানোলজি অ্যান্ড সিসমোলজি (ফিভোলক্স) জানিয়েছে, ‘জীবনের জন্য হুমকিস্বরূপ উচ্চতার ঢেউসহ একটি ধ্বংসাত্মক সুনামির আশঙ্কা করা হচ্ছে’ এবং পূর্ব ও দক্ষিণ ফিলিপিন্সের উপকূলীয় অঞ্চলের মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য সতর্ক করা হয়েছে।

 

ইউএসজিএস ভূমিকম্পের মাত্রা ৭.৪ বললেও ফিভোলক্স জানিয়েছে, ভূমিকম্পের তীব্রতা ছিল ৭.৬ মাত্রার। 

 

মার্কিন সুনামি সতর্কতা কেন্দ্র সতর্ক করে দিয়েছে যে, ফিলিপিন্সের কিছু অংশে ১-৩ মিটার উচ্চতার ঢেউ উঠতে পারে। অন্যদিকে ইন্দোনেশিয়ার কিছু উপকূল এবং দ্বীপরাষ্ট্র পালাউতে ৩০ সেমি থেকে ১ মিটার উচ্চতার ঢেউ দেখা দিতে পারে। 

 

আরও পড়ুন: ফিলিপিন্সে শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬৯, আহত শতাধিক

 

ফিলিপিন্স কর্তৃপক্ষ বলছে, প্রথম সুনামির ঢেউ স্থানীয় সময় বেলা ১১:৪৩ মিনিটের আগে আসতে পারে এবং ‘ঘণ্টাব্যাপী’ স্থায়ী হতে পারে।

 

এদিকে দক্ষিণ ফিলিপিন্সের দাভাও ওরিয়েন্টাল প্রদেশের গভর্নর বলেছেন, ভূমিকম্পটি আঘাত হানার পর এবং কিছু ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার পর মানুষ আতঙ্কিত হয়ে পড়ে।

 

সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, গভর্নর এডউইন জুবাহিব স্থানীয় সম্প্রচারক ডিজেডএমএম-কে বলেছেন, ‘কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। এটি খুব শক্তিশালী ভূমিকম্প ছিল’।

 

সূত্র: বিবিসি, সিএনএন 

]]>
সম্পূর্ণ পড়ুন