ইন্টার মিলান চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগে গতকাল বার্সেলোনার মাঠে ৩-৩ গোলে ড্র করেছে। ফিরতি লেগটি হবে নিজেদের মাঠে, নিজেদের মাঠ বিধায় সিমোন ইনজাঘির শিষ্যদের ফাইনালে যাওয়ার সম্ভাবনা বেশিই ধরা যায়।
এখন পর্যন্ত ইন্টার মিলানের সফলতম যাত্রায় অন্যতম অনুঘটক লাউতারো মার্টিনেজ। আর্জেন্টাইন এই বিশ্বকাপ জয়ীর মার্কাস থুরামের পরই এই মৌসুমে সবচেয়ে বেশি গোল করেছেন। ৪৭ ম্যাচে তার নামের পাশে ২১ গোল, তিনি দলটির অধিনায়কও।
গুরুত্বপূর্ণ এই তারকাকে বার্সেলোনার বিপক্ষে ফিরতি লেগে না পাওয়ার শঙ্কা দেখা দিয়েছে। মার্টিনেজ গতকাল বার্সার বিপক্ষে ম্যাচে চোটে পড়েছেন। প্রথমার্ধে একজনকে কাটাতে গিয়ে হ্যামস্ট্রিংয়ের টান খেয়েছেন। বাকিটা সময় বেশ অস্বস্তিতে ভুগতে দেখা গেছে তাকে।
আরও পড়ুন: মেসির রেকর্ড ভাঙলেন রাফিনিয়া
সিমোন ইনজাঘি মার্টিনেজকে দ্বিতীয়ার্ধে আর মাঠে নামাননি। ম্যাচ শেষে মুভিস্টারকে তিনি বলেন, ‘লাউতারো তার পায়ে কিছু অনুভব করেছে এবং কিছু পরীক্ষা-নিরীক্ষার পর আমরা আগামীকাল আরও জানতে পারব, তবে দ্বিতীয় লেগে তার খেলার সম্ভাবনা খুবই কম, ওই ম্যাচটা আমাদের জন্য ফাইনাল।’
ইন্টার মিলান ও বার্সার ফিরতি লেগটি হবে আগামী ৬ মে।