চ্যাম্পিয়নশিপ প্লে-অফের সেমিফাইনাল জিতে প্রথম দল হিসেবে ফাইনালের টিকিট কেটেছে শেফিল্ড। আরেক সেমিফাইনালের দ্বিতীয় লেগে মুখোমুখি হবে সান্দারল্যান্ড ও কভেন্ট্রি সিটি। প্রথম লেগে ১-০ গোলে জয় পেয়েছিল সান্দারল্যান্ড। ফলে দ্বিতীয় লেগে এগিয়ে থাকবে তারা।
কয়েক ম্যাচ ধরেই শেফিল্ডের রাইটব্যাকের ভূমিকায় রয়েছেন বাংলাদেশের হামজা চৌধুরী। ডিফেন্সে তিনি ঠিক কতটা কার্যকর, সেটার প্রমাণ দিয়েছেন মৌসুমের পুরোটা জুড়ে। সোমবার (১২ মে) দারুণ পারফরম্যান্সে আরও একবার ঘরের মাঠে দর্শকদের ভালোবাসায় সিক্ত হলেন হামজা চৌধুরী।
আরও পড়ুন: ২০ বছর পর লিভারপুল ছাড়ছেন, সমর্থকদের কাছ থেকে দুয়োধ্বনি পেলেন আর্নল্ড
ডিফেন্সের পাশাপাশি আক্রমণ রচনাতেও কম ভূমিকা রাখেননি হামজা। প্রতিপক্ষের ফাইনাল থার্ডে ৪টি সফল পাস। ৯৩ শতাংশ পাসিং অ্যাকুরিসি হামজাকে এই ম্যাচে আলাদা করে চিনিয়েছে আবার। গোল কিংবা অ্যাসিস্ট না থাকলেও ম্যাচে নিজের নিয়ন্ত্রণের ছাপ রেখেছেন পুরোটা সময় জুড়ে।
অবশ্য কলাম ও’হারা, কেইফার মুর কিংবা গুস্তাভো হ্যামারদের কল্যাণে গোলের জন্য মরিয়া হতে হয়নি হামজাকে। ৩-০ গোলে বেশ সহজ এক জয় এসেছে ব্রিস্টলের বিপক্ষে। এখন আর এক জয় দূরে হামজাদের প্রিমিয়ার লিগে ফেরা।