ফিফার বিরুদ্ধে ফুটবল প্লেয়ার্স ইউনিয়নের ‘বড়’ জয়

২ সপ্তাহ আগে
ঘরোয়া লিগ, টুর্নামেন্ট, মহাদেশীয় প্রতিযোগিতা, দেশের হয়ে খেলা; ফুটবলারদের সারা বছর ব্যস্ততার মধ্যেই কেটে যায়। তারপর আছে প্রাক-মৌসুমের খেলা। দম ফেলানোর ফুরসত খুব কম ফুটবলারই পান। অনেকে তো খেলতে খেলতে হাঁপিয়ে উঠার মধ্যেই আবার চলে আসে নতুন মৌসুম। প্রায়ই দুটি ম্যাচের মাঝে বিরতি থাকে স্বল্প সময়ের। এই দুর্ভোগ থেকে বিশ্বব্যাপী ফুটবলারদের মুক্তি মিলছে।

যুক্তরাষ্ট্রে এক মাস আগে ক্লাব বিশ্বকাপ শুরু হয়েছিল, নিউ জার্সিতে পিএসজি ও চেলসির ম্যাচ দিয়ে আজ যার পর্দা নামছে। বিশ্রামের সময় কমে যাওয়ায় এই টুর্নামেন্ট নিয়ে বিস্তর মানুষ অভিযোগ করেছেন। গত মৌসুমে তো চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচসংখ্যাও বেড়েছে। অত্যাধিক ম্যাচ খেলতে খেলতে ক্লান্ত কেভিড ডি ব্রুইন বলেছিলেন প্রয়োজনে ধর্মঘটে যাবেন। তাতে পরে অনেক ফুটবলার সম্মতি জানান।


আরও পড়ুন: ইনফান্তিনোর ‘সফল’ ক্লাব বিশ্বকাপের আয় ২৪ হাজার কোটি টাকা


দীর্ঘদিন ধরে অসন্তোষের পর আজ নিউ জার্সিতে ফিফা সভাপতির সঙ্গে সাক্ষাৎ করেছে পেশাদার ফুটবলারদের বৈশ্বিক প্লেয়ার্স ইউনিয়নগুলো। জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে দীর্ঘ আলোচনা শেষে বড় জয় পেয়েছেন তারা। খেলোয়াড়দের জন্য দুটি মৌসুমের মাঝে অন্তত ২১ দিনের ছুটি বাধ্যতামূলক করা হয়েছে। আর দুই ম্যাচের মাঝে সময়টা অন্তত ৭২ ঘণ্টা।


আরও পড়ুন: কোর্তোয়ার ম্যাচ পেছানোর প্রস্তাবকে নাকচ করে দিলেন লা লিগা সভাপতি


ফিফার এক বিবৃতিতে ইনফান্তিনো বলেন, ‘এখানে একটি ঐক্যমত্য হয়েছে যে ম্যাচগুলোর (কোনো নির্দিষ্ট দলের) মধ্যে কমপক্ষে ৭২ ঘণ্টা বিরতি থাকবে এবং খেলোয়াড়দের প্রতিটি মৌসুম শেষে কমপক্ষে ২১ দিনের বিশ্রাম/ছুটি দিতে হবে। এই দুটি ব্যাপার সংশ্লিষ্ট ক্লাব এবং তার খেলোয়াড় নিজেরা নিজেরা ঠিক করে নেবে। পাশাপাশি প্রতি সপ্তাহে একদিন বিরতির কথাও ভাবা হয়েছে।’

]]>
সম্পূর্ণ পড়ুন