বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ঢাকার ঐতিহ্যবাহী ক্লাবটির খেলোয়াড় নিবন্ধনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ফিফা। ২০২২–২৩ ফুটবল মৌসুমে মোহামেডানে খেলেছিলেন ইরানি ফুটবলার মাইসেম শাহ জাদেহ। এই ফুটবলারকে নিয়েই বিপাকে পড়ে বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের বর্তমান চ্যাম্পিয়নরা।
জানা গেছে, চুক্তি অনুযায়ী পারিশ্রমিক পরিশোধ না পাওয়াতে ফিফায় অভিযোগ করেন মাইসেম। ইরানি ফুটবলারের সেই অভিযোগ আমলে নেয় ফিফা। পরবর্তীতে মোহামেডানের ওপর খেলোয়াড় নিবন্ধনের নিষেধাজ্ঞা জারি করে তারা।
আরও পড়ুন: ফিফার নিষেধাজ্ঞায় বসুন্ধরা কিংস 
মাইসেমের বকেয়া পরিশোধ না হওয়া পর্যন্ত মোহামেডানের ফুটবলার নিবন্ধনের ওপর নিষেধাজ্ঞা বহাল থাকবে। মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডকে দেয়া ফিফার চিঠিতে বলা হয়েছে, মোহামেডান এখনেও মাইসেম শাহ জাদেহের আর্থিক বকেয়া পরিশোধ করেনি। এরই পরিপ্রেক্ষিতে ফিফা মোহামেডানের ওপর আন্তর্জাতিক ও জাতীয়ভাবে নতুন খেলোয়াড় নিবন্ধনে নিষেধাজ্ঞা আরোপ করেছে। এই নিষেধাজ্ঞা তত দিন বহাল থাকবে, যত দিন না তারা বকেয়া পরিশোধ করছে।

 ১৬ ঘন্টা আগে
                        ৩
                        ১৬ ঘন্টা আগে
                        ৩
                    







 Bengali (BD)  ·
                        Bengali (BD)  ·        English (US)  ·
                        English (US)  ·