‘ফিফা বিশ্বকাপের মাধ্যমে যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে যোগ হবে ৪১ বিলিয়ন ডলার’

২ সপ্তাহ আগে
আগামী বছরের ফিফা বিশ্বকাপ মার্কিন অর্থনীতিতে প্রায় ৪১ বিলিয়ন ডলার যোগ করবে বলে রিপোর্ট প্রকাশ করেছে বিশ্ব বাণিজ্য সংস্থা। পাশাপাশি চলতি বছরের ক্লাব বিশ্বকাপ থেকে আসবে আরও প্রায় ১০ বিলিয়ন ডলার।

মার্কিন অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে ক্রীড়া। যদিও ফুটবল নিয়ে দেশটিতে উন্মাদনা তুলনামূলকভাবে কম। কিন্তু এই খেলাই আমেরিকার অর্থনীতিতে যোগ করতে যাচ্ছে বিশাল অঙ্কের অর্থ। বিশ্ব বানিজ্য সংস্থার রিপোর্ট, শুধু মাত্র আগামী বছর অনুষ্ঠিত হতে যাওয়া ফিফা বিশ্বকাপ মার্কিন যুক্তরাষ্ট্রের জিডিপিতে যোগ করবে ৪০ দশমিক ৯ বিলিয়ন ডলার।


কানাডা এবং মেক্সিকো নিয়ে আগামী বছরের ফিফা বিশ্বকাপ আয়োজন করবে মার্কিন যুক্তরাষ্ট্র। এরইমধ্যে বিশ্বকাপ নিয়ে নানা রকমের গবেষণা প্রকাশ করেছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। তাদেরই একটি রিপোর্ট বলছে গ্রেটেস্ট শো অন আর্থ সামনে রেখে ৬.৫ মিলিয়ন দর্শনার্থী প্রবেশ করবে আমেরিকায়।


শুধু আর্থিক বেনিফিট নয়। বিশ্বকাপের মাধ্যমে ৮ দশমিক ২ বিলিয়ন ডলারের সোশ্যাল বেনিফিট হবে বলেও প্রত্যাশা করা হচ্ছে। রিপোর্ট বলছে, বিশ্বকাপ কেন্দ্র করে যুক্তরাষ্ট্র এবং তার সহযোগী আয়োজক দেশে সব মিলিয়ে ৮ লাখ ২৪ হাজার লোকের কর্মস্থানের ব্যবস্থা হবে। এরমধ্যে শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রেই ১ লাখ ৮৫ হাজার ফুল টাইম জবের সুযোগ তৈরি হবে। যার গ্রোস আউটপুট সাড়ে ৩০ বিলিয়ন ডলার হবে বলে আশা প্রকাশ করা হচ্ছে। জিডিপিতে যার প্রভাব ১৭ দশমিক ২ বিলিয়ন ডলার।


আরও পড়ুন: সর্বকালের সেরা দল হতে মেসিদের আগামী বিশ্বকাপ জিততে হবে


ফিফা বিশ্বকাপের পাশাপাশি চলতি বছর জুনে ক্লাব বিশ্বকাপের আসর বসবে মার্কিন যুক্তরাষ্ট্রে। প্রথমবারের মতো এই আসর অনুষ্ঠিত হতে যাচ্ছে ৩২ দেশ নিয়ে। আর তাই আগের তুলনায় এবার ক্লাব বিশ্বকাপের ইমপ্যাক্ট অনেক বেশি হবে বলে রিপোর্ট প্রকাশ করেছে বিশ্ব বাণিজ্য সংস্থা।


যুক্তরাষ্ট্রের ১১টি শহরে অনুষ্ঠিত হবে ক্লাব বিশ্বকাপের ম্যাচ। যা দেখতে ৩ দশমিক ৭ মিলিয়ন দর্শনার্থীর সমাগম হবে বলে প্রত্যাশা করছেন আয়োজকরা। এই আসরের মাধ্যমে আগামী বছরের ফিফা ওয়ার্ল্ড কাপের প্রস্তুতি সেরে নেওয়ার লক্ষ্য তাদের। ওয়ার্ল্ড ট্রেড আর্গানাইজেশন বলছে, গ্লোবাল জিডিপিতে ফিফা ক্লাব বিশ্বকাপ যোগ করবে ২১ দশমিক ১ বিলিয়ন ডলার।


এই আসর দিয়েও সামাজিকভাবে ব্যাপক লাভবান হওয়ার কথা ভাবছে যুক্তরাষ্ট্র। রিপোর্ট বলছে, এর পরিমাণ হতে পারে ৩ দশমিক ৩৬ বিলিয়ন ডলার। এছাড়াও শুধুমাত্র ক্লাব বিশ্বকাপ মার্কিন যুক্তরাষ্ট্রে ১ লাখ ৫ হাজার মানুষের কর্মসংস্থান তৈরি করবে বলেও ধারনা করা হচ্ছে।

]]>
সম্পূর্ণ পড়ুন