এমবাপ্পে ও ইয়ামালকে পেছনে ফেলে ফিফার বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন দেম্বেলে। তাকে ভোট দিয়ে ‘ফিফা দ্য বেস্ট’ নির্বাচিত করেছেন কোচ ও অধিনায়করা। বাংলাদেশের কোচ হাভিয়ের ক্যাবরেরা ও বাংলাদেশ দলের মিডিয়া প্রতিনিধি রেজওয়ান উজ জামান ভোট দিয়েছেন দেম্বেলেই।
এদিকে, বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া প্রথম ভোট দিয়েছেন পিএসজির ভিতিনহাকে। এরপর তার ভোট পড়েছে দেম্বেলে ও ইয়ামালকে।
আরও পড়ুন: ফিফার বর্ষসেরা উসমান দেম্বেলে
আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি সদ্য ভারত সফরে গেলেও ফিফা দ্য বেস্টে তারও অবদান রয়েছে। মেসি ফিফার বর্ষসেরা ফুটবলার হিসেবে প্রথমে দেম্বেলেই ভোট দিয়েছেন। এরপরের স্থানে রয়েছেন এমবাপ্পে ও ইয়ামালকে।
দেম্বেলের ক্লাব সতীর্থ মারকুইনহোস বর্ষসেরার জন্য প্রথমে ভোট দিয়েছেন দেম্বেলেকে। এরপর দিয়েছেন রাফিনহা ও হাকিমিকে।

৪ সপ্তাহ আগে
১৫








Bengali (BD) ·
English (US) ·