সামাজিক নিরাপত্তা, উন্নত জীবন আর সহজ অভিবাসন নীতির কারণে উত্তর ইউরোপের দেশ ফিনল্যান্ডে পাড়ি জমান অনেকেই। সম্প্রতি দেশটির পার্লামেন্টে পাস হয়েছে নাগরিকত্ব আইনের দ্বিতীয় ধাপের সংশোধনী। যা কার্যকর হবে চলতি বছরের মাঝ ডিসেম্বর থেকে। এতে অভিবাসীদের জন্য নাগরিকত্ব পাওয়া আরও চ্যালেঞ্জিং হবে।
সবচেয়ে বড় পরিবর্তন এসেছে রেসিডেন্সি রিকোয়ারমেন্ট বা বসবাসের সময়সীমায়। আগে বৈধভাবে পাঁচ বছর দেশটিতে বসবাস করলেই নাগরিকত্বের জন্য আবেদন করা যেত। এখন সেই সময় বাড়িয়ে করা হয়েছে আট বছর।
তবে কেবল সময় নয়, আর্থিক স্বনির্ভরতাও বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে অভিবাসীদের জন্য। যদি কেউ আবেদনের আগের দুই বছরের মধ্যে তিন মাস সামাজিক সহায়তা অর্থাৎ বেকার ভাতা নিয়ে থাকেন, সেক্ষেত্রে তার আবেদন বাতিল হতে পারে।
আরও পড়ুন: বাংলাদেশের জাতীয় নির্বাচন প্রসঙ্গে জানতে চাইলেন ফিনল্যান্ডের প্রেসিডেন্ট
অপরাধ বা নিরাপত্তা ঝুঁকির বিষয়েও কঠোরতা এসেছে। আগে শুধু বড় অপরাধের কারণে নাগরিকত্ব বাতিল হতো। এখন থেকে দুই বছরের বেশি কারাদণ্ড হলেই নাগরিকত্ব হারানোর ঝুঁকি তৈরি হবে। বিশ্লেষকরা বলছেন, এই আইনের ফলে দেশটির প্রতি আগ্রহ হারাবেন অভিবাসীরা। যা অর্থনীতিতে বিরূপ প্রভাব ফেলতে পারে।
ফিনল্যান্ডের হেলসিঙ্কি ইউনিভার্সিটি গবেষক ড. মজিবুর দফতরি বলেন, নতুন কোনো লোকজনের এখানে আগমন হচ্ছে না। জন্মহার খুবই কম। কিন্তু তারাই আবার অভিবাসীবিরোধী আইন করছে।
স্থানীয় গণমাধ্যম ওয়াইএলই নিউজের তথ্যমতে, ফিনল্যান্ডে প্রতি বছর প্রায় দশ হাজারেরও বেশি মানুষ নাগরিকত্বের আবেদন করেন।
]]>
২ সপ্তাহ আগে
৪






Bengali (BD) ·
English (US) ·