১৯৮৮ সালে স্পোর্টিংয়ের রিক্রুটমেন্ট ও ট্রেনিং বিভাগ খুলেন অরেলিও পেরেরা। পর্তুগালের সেরা কয়েকজন খেলোয়াড়ের উন্নতিতে বড় ভূমিকা রাখেন তিনি। ২০১৬ ইউরো জয়ী পর্তুগাল দলের ১০ জন খেলোয়াড় উঠে এসেছিলেন পেরেরার হাত ধরে। তার মৃত্যুতে শোক জানিয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোসহ আরও অনেকে।
রোনালদো সামাজিক যোগাযোগমাধ্যমে অরেলিওর সঙ্গে একটি ছবি পোস্ট করে লিখেছেন, 'আমার জন্য এবং আরও অনেক খেলোয়াড়ের জন্য তিনি যা করেছেন এর জন্য আমি আজীবন তার প্রতি কৃতজ্ঞ থাকব। আপনি আমাদের জন্য যা করেছেন তা আমরা আজীবন মনে রাখবো। শান্তিতে ঘুমান।'
আরও পড়ুন: রোনালদোর হোটেলে আগুন
এদিকে অরেলিও মৃত্যুতে শোক জানিয়েছে পর্তুগাল ফুটবল ফেডারেশন। তারা লিখেছে, 'অরেলিও পেরেরার মৃত্যু পর্তুগিজ ফুটবলের জন্য অপূরণীয় ক্ষতি। আমাদের ইতিহাসের সেরা কয়েকজন খেলোয়াড়কে যিনি খুঁজে বের করেছেন, তিনি ইতিহাসের পাশাপাশি গড়েছেন বিশাল এক লেগ্যাসি। তিনি চমৎকার আচরণের একজন দয়ালু ব্যক্তি, যিনি সব সময়ই আমাদের প্রতিভাদের রক্ষা করেছেন।'
৩০ বছরের বেশি সময় ধরে তিনি স্কাউটিং কাজ করতেন। অরেলিওর সম্মানে ২০১২ সালে স্পোর্টিং তাদের একাডেমির মূল মাঠের নাম তার নামে রাখে। তিনি এই দলটির হয়েই খেলোয়াড়ি জীবন শুরু করেন।