ফারহানের ফিফটিতে ভারতের বিপক্ষে পাকিস্তানের সংগ্রহ ১৭১

২ সপ্তাহ আগে
এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে টসে হেরে আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেছিল পাকিস্তান। তবে তৃতীয় ওভারে বিতর্কিতভাবে আউট হয়ে সাজঘরে ফেরেন ফখর জামান। কিন্তু এক প্রান্ত আগলে রেখে দলকে এগিয়ে নিতে থাকেন ওপেনার শাহিবজাদা ফারহান। তার দুর্দান্ত ফিফটি ও শেষদিকে ফাহিম আশরাফের ৮ বলে ২০ রানের ক্যামিওতে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭১ রানের সংগ্রহ পায় পাকিস্তান।

এবারের এশিয়া কাপের গ্রুপ পর্বের ম্যাচে টসের সময় হাত মেলাননি দুই দলের অধিনায়ক। এমনকি ম্যাচ শেষেও পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাননি ভারতের কেউ। নাটকের শুরুটা ঠিক সেখান থেকেই। আজও (২১ সেপ্টেম্বর) টসের সময় সেই একই ঘটনার পুনরাবৃত্তি। সুপার ফোরের ম্যাচেও টসের সময় হাত মেলাননি দুই দলের অধিনায়ক। 

 

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে রোববার (২১ সেপ্টেম্বর) টসে হেরে আগে ব্যাট করতে নেমে দারুণ শুরু পায় পাকিস্তান। সাইম আইয়ুবের পরিবর্তে আজ ওপেনিংয়ে নামান ফখর জামানকে। শুরুটাও তিনি করেছিলেন ভালোই, তবে বিতর্কিতভাবে আউট হয়ে ফিরতে হয় তাকে।

 

ইনিংসের তৃতীয় ওভারে বল করতে আসেন হার্দিক পান্ডিয়া। সেই ওভারের তৃতীয় বলটা কিছুটা নিচু হয়ে আসলে ফখরের ব্যাট ছুঁয়ে চলে যায় উইকেটের পেছনে থাকা সাঞ্জু স্যামসনের হাতে। ফিল্ড আম্পায়ার আউট দিলে রিভিউ নেয় পাকিস্তান। ভিডিও রিপ্লেতে দেখে মনে হয়েছে, বলটা স্যামসনের গ্লাভসে যাওয়ার আগে মাটিতে কিছুটা স্পর্শ করেছিল। তবে টিভি আম্পায়ার রুচিয়া পাল্লিয়াগুরুগে সেটি ভালোভাবে না দেখেই আউট দিয়ে দেন। ধারাভাষ্যকাররাও এই ক্যাচ নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। 

 

আরও পড়ুন: ভারত-পাকিস্তান ম্যাচে ফখর জামান কি আসলেই আউট ছিলেন?

 

এরপর সাইম আইয়ুবকে নিয়ে জুটি বাঁধেন শাহিবজাদা ফারহান। পাওয়ার প্লেতে পাকিস্তানের স্কোরবোর্ডে জমা হয় ৫৫ রান। দলীয় ৯৩ রানের মাথায় ১৭ বলে ২১ রান করা সাইম আইয়ুব ফিরলে ভাঙে ৪৯ বলে ৭২ রানের জুটি। এক পর্যায়ে ৩৪ বলে হাফ-সেঞ্চুরি তুলে নেন শাহিবজাদা ফারহান। 

 

প্রথম ১০ ওভারেই ৯১ রান তোলে পাকিস্তান। ১১.২ ওভারে তিন অঙ্কে পৌঁছায় দলীয় স্কোর। এরপরই রানের গতি কিছুটা থমকে যায়। হুসেইন তালাত ব্যাট করতে নেমে ১১ বল খেললেও রান করেন মাত্র ১০। কুলদীপের বলে ভরুণ চক্রবর্তীর হাতে ক্যাচ দিয়ে ফেরেন এই ব্যাটার। 

 

আরও পড়ুন: পাকিস্তানকে সহযোগী দলগুলোর সঙ্গে খেলতে দিন

 

মোহাম্মদ নাওয়াজ অবশ্য খেলার গতি আরও কমিয়ে দেন। উইকেটে এসে ১৯ বল খেললেও রান করেছেন মাত্র ২১। দলীয় ১৪৯ রানের মাথায় রানআউট হয়ে ফেরেন এই অলরাউন্ডার। 

 

শেষদিকে ছোট্ট একটি ক্যামিও খেলেন ফাহিম আশরাফ। তার ৮ বলে অপরাজিত ২০ রানের ইনিংসের ভর করেই লড়াই করার মতো পুঁজি পায় পাকিস্তান। অন্য প্রান্তে ১৩ বলে ১৭ রান নিয়ে অপরাজিত থাকেন অধিনায়ক সালমান আলী আগা। ভারতের হয়ে শিভম দুবে নেন ২ উইকেট। এছাড়া কুলদীপ ও হার্দিক পান্ডিয়া নেন ১টি করে উইকেট।

]]>
সম্পূর্ণ পড়ুন