ফারহান ও রউফের বিরুদ্ধে আইসিসিতে অভিযোগ করেছে ভারত

১ সপ্তাহে আগে
গত রোববার (২১ সেপ্টেম্বর) দুবাইয়ে সুপার ফোরের ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত-পাকিস্তান। ম্যাচটিতে ভারত সহজেই জয় পেলেও ম্যাচ চলাকালীন পাকিস্তানের দুই খেলোয়াড় সাহিবজাদা ফারহান ও হারিস রউফের ইঙ্গিতপূর্ণ ভঙ্গিমা বিতর্কের জন্ম দেয়। যে কারণে আইসিসির কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। ক্রিকইনফো জানিয়েছে, বিসিসিআই বুধবার (২৪ সেপ্টেম্বর) ইমেইলের মাধ্যমে অভিযোগ জমা দিয়েছে এবং আইসিসি সেটি গ্রহণ করেছে।

যদি ফারহান ও রউফ লিখিতভাবে এই অভিযোগ অস্বীকার করেন, তাহলে বিষয়টি শুনানির পর্যায়ে যেতে পারে। সে ক্ষেত্রে ম্যাচ রেফারি রিচি রিচার্ডসনের সামনে তাদের হাজির হতে হতে পারে। এই টুর্নামেন্টে অপর ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট।


এই ম্যাচে ফারহান হাফ সেঞ্চুরি পূর্ণ করে উদযাপনের সময় একে-৪৭ রাইফেল থেকে গুলি করার ইঙ্গিত করেন। এরপর ভারতের ব্যাটিংয়ের সময় বাউন্ডারি লাইনে ফিল্ডিং করা রউফ একদল দর্শকের দিকে ফিরে যুদ্ধবিমান ভূপাতিত করার ভঙ্গিমা করেন। এই ঘটনাগুলো নিয়েই বিসিসিআই অভিযোগ জানিয়েছে বলে মনে করা হচ্ছে। ম্যাচের পর থেকে এই মুহূর্তগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনায় রয়েছে।


আরও পড়ুন: লিটনের জন্য কাল শেষ পর্যন্ত অপেক্ষা করবে বাংলাদেশ


অপর দিকে, এখনো নিশ্চিত না হলেও শোনা যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ডও (পিসিবি) আইসিসির কাছে ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদবের বিরুদ্ধে অভিযোগ করেছে। কারণ, সূর্যকুমার পাকিস্তানের বিপক্ষে ১৪ সেপ্টেম্বরের প্রথম রাউন্ডের জয়টি 'পাহালগাম সন্ত্রাসী হামলার ভুক্তভোগীদের পরিবারকে' উৎসর্গ করেছিলেন, যা দুই দেশের মধ্যে সীমান্ত উত্তেজনা সৃষ্টি করেছিল।


সেই ম্যাচের উপস্থাপনা অনুষ্ঠানে সূর্যকুমার বলেছিলেন, 'আমাদের সশস্ত্র বাহিনীকে এই জয় উৎসর্গ করতে চাই, যারা অসাধারণ সাহস দেখিয়েছেন। আশা করি তারা আমাদের অনুপ্রাণিত করে যাবেন, আর আমরা মাঠে তাদের আরও আনন্দ দেওয়ার সুযোগ তৈরি করতে পারব।'


আরও পড়ুন: টি-টোয়েন্টিতে সাকিবকে টপকে গেলেন মোস্তাফিজ


এই মন্তব্যকে পিসিবি 'রাজনৈতিক' বলে আখ্যা দিয়েছে।


সুপার ফোর দুই দলের ফিরতি মোকাবেলাতেও উত্তেজনা তুঙ্গে ছিল। পাকিস্তানি পেসার শাহিন শাহ আফ্রিদি ও হারিস রউফের সঙ্গে ভারতের দুই ওপেনার অভিষেক শর্মা ও শুভমান গিলের একাধিকবার তর্ক-বিতর্কের দৃশ্য দেখা যায়।
 

]]>
সম্পূর্ণ পড়ুন