‘ফাতাহ-৪’ ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়ল পাকিস্তান

১ দিন আগে
পাকিস্তান সেনাবাহিনী ৭৫০ কিলোমিটার পাল্লার দেশীয়ভাবে তৈরি ভূমি থেকে নিক্ষেপযোগ্য ‘ফাতাহ-৪’ ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল প্রশিক্ষণ উৎক্ষেপণ করেছে।

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে।

 

বলা হচ্ছে, উন্নত এভিওনিক্স এবং অত্যাধুনিক নেভিগেশনাল সরঞ্জাম দিয়ে সজ্জিত এই অস্ত্র ব্যবস্থাটি উচ্চ নির্ভুলতার সাথে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে এবং শত্রুর ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকে এড়াতে সক্ষম।

 

প্রতিবেদন মতে, ‘আর্মি রকেট ফোর্স কমান্ডের অংশ হিসেবে, ফাতাহ-৪ পাকিস্তান সেনাবাহিনীর প্রচলিত ক্ষেপণাস্ত্র ব্যবস্থার নাগাল, প্রাণঘাতীতা এবং টিকে থাকার ক্ষমতা আরও বৃদ্ধি করবে।’ 

 

আরও পড়ুন: ট্রেন থেকে ক্ষেপণাস্ত্র ছুড়ল ভারত!

 

মঙ্গলবারের এই উৎক্ষেপণের সময় উপস্থিত ছিলেন চিফ অব জেনারেল স্টাফ, পাকিস্তানের সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, বিজ্ঞানী এবং প্রকৌশলীরা।

 

ফাতাহ-৪ এর প্রশিক্ষণ উৎক্ষেপণ সফলভাবে পরিচালনার জন্য দেশটির প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, জয়েন্ট চিফস অব স্টাফ কমিটির (সিজেসিএসসি) চেয়ারম্যান এবং সার্ভিস প্রধানরাও অংশগ্রহণকারী সেনা, বিজ্ঞানী এবং প্রকৌশলীদের অভিনন্দন জানিয়েছেন।

 

সূত্র: জিও নিউজ

 

]]>
সম্পূর্ণ পড়ুন