ফাইনালে হামজার শেফিল্ডের প্রতিপক্ষ বেলিংহ্যামের সান্ডারল্যান্ড

৩ দিন আগে
ইংলিশ প্রিমিয়ার লিগে প্রত্যাবর্তন থেকে মাত্র এক ধাপ দূরে শেফিল্ড ইউনাইটেড। ইংলিশ চ্যাম্পিয়নশিপের প্লে-অফের সেমিফাইনালে দুই লেগ মিলিয়ে ৬-০ গোলে ব্রিস্টল সিটিকে হারিয়ে ফাইনালে উঠেছে হামজা চৌধুরীর দল। প্রতিপক্ষ হিসেবে তারা পাচ্ছে সান্ডারল্যান্ডকে। যে দলে খেলছেন রিয়াল মাদ্রিদ তারকা জুড বেলিংহ্যামের সহোদর জোব বেলিংহ্যাম।

শেফিল্ড ইউনাইটেড আগেই ফাইনাল নিশ্চিত করেছিল। গতকাল মঙ্গলবার (১৪ মে) আরেক সেমিফাইনালে জয় পেয়েছে সান্ডারল্যান্ড। কোভেন্ট্রি সিটির মাঠ থেকে ২-১ গোলে জয় নিয়ে ফেরা ব্ল্যাক ক্যাটরা এবার ঘরের মাঠে ১-১ গোলে ড্র করেছে ইংলিশ কিংবদন্তি ফ্রাঙ্ক লাম্পার্ডের তত্ত্বাবধানে খেলা দলটির বিপক্ষে। দুই লেগ মিলিয়ে ৩-২ ব্যবধানে ফাইনালের টিকিট পেয়েছে বেলিংহ্যামরা।


স্টেডিয়াম অব লাইটে ৭৬ মিনিটে ইফরন ম্যাসন-ক্লার্কের গোলে লিড পায় কোভেন্ট্রি। ম্যাচের নির্ধারিত সময়ে ১-০ গোলেই এগিয়ে ছিল লাম্পার্ডের দল। দুই লেগ মিলিয়ে ২-২ সমতা হলে ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ায়। সেখানেই নির্ধারিত ১২০ মিনিটে আর গোল হয়নি। দুই দলই টাইব্রেকারের প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু শেষ মুহূর্তে ড্যানিয়েল বালার্ডের গোলে ফাইনালের টিকিট পায় সান্ডারল্যান্ড।

 

আরও পড়ুন: বিদেশি কোচে খুশি নন ব্রাজিলের প্রেসিডেন্ট, দেশেই ছিল যোগ্য কোচ


ফাইনালে তাই হামজা চৌধুরীর সঙ্গে জোব বেলিংহ্যামের জমজমাট লড়াইয়ের দেখা মিলতে পারে। রিয়াল তারকা জুডের ছোটভাই জোব সেন্ট্রাল মিডফিল্ডার কিংবা ফরোয়ার্ড হিসেবে খেলে থাকেন। অন্যদিকে ডিফেন্সিভ মিডফিল্ডার হলেও হামজা সাম্প্রতিক সময়ে খেলছেন রাইটব্যাক হিসেবে। মাঠে তাদের ডুয়েল জমে উঠতে পারে। নিজ নিজ দলের সাফল্য অনেকাংশে তাদের ওপর নির্ভর করছে।


সাম্প্রতিক পরিসংখ্যানে অবশ্য দু'দল সমতায়। এবারের মৌসুমে আগের দুই দেখায় দু'দুই একবার করে জিতেছে। গত নভেম্বরে প্রথম দেখায় শেফিল্ড ১-০ গোলে জয় পায়। এরপর জানুয়ারিতে ফিরতি ম্যাচে ২-১ গোলে জয় পায় সান্ডারল্যান্ড।


আগামী ২৪ মে লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ফাইনালে মুখোমুখি হবে এই দু'দল।

]]>
সম্পূর্ণ পড়ুন