রোববার (২৮ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান। এশিয়া কাপের ইতিহাসে এবারই প্রথম ফাইনালে মখোমুখি এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী। এই ফাইনালে জয় পেলে রেকর্ড নবমবারের মতো টুর্নামেন্টটির শিরোপা জিতবে ভারত। আর ভারতের সাফল্য অনেকটাই নির্ভর করছে ওপেনিংয়ে নেমে অভিষেক কেমন খেলেন তার ওপর।
চলতি আসরে অভিষেক এরই মধ্যে ছয় ম্যাচে ৫১.৫০ গড় ও ২০৯.৬৩ স্ট্রাইক রেটে ৩০৯ রান করেছেন এবং একাধিক ব্যাটিং রেকর্ড ভেঙেছেন। এশিয়া কাপ ফাইনালে ২৫ বছর বয়সী অমৃতসরের এই ব্যাটারের সামনে আরও অনেক রেকর্ড ভাঙার সুযোগ তৈরি হয়েছে।
নিচে দেখা যাক অভিষেক শর্মা ফাইনালে কোন ১১টি ব্যাটিং রেকর্ড ভাঙতে পারেন:
আরও পড়ুন: এশিয়া কাপের ফাইনালে টসে জিতে ফিল্ডিংয়ে ভারত
১. কোনো এক টুর্নামেন্টে ভারতের হয়ে সর্বোচ্চ রান: অভিষেককে মাত্র ১১ রান করতে হবে বিরাট কোহলির রেকর্ড ভাঙতে। কোহলি ২০১৪ টি২০ বিশ্বকাপে ৬ ম্যাচে ৩১৯ রান করেছিলেন।
২. আইসিসির পূর্ণ সদস্য দেশের খেলোয়াড়ের সর্বোচ্চ রান: অভিষেক যদি ফাইনালে ২৩ রান করতে পারেন, তবে তিনি ফিল সল্টের রেকর্ড ভেঙে পূর্ণ সদস্য দেশের ব্যাটার হিসেবে এক টুর্নামেন্টে সর্বোচ্চ রান করবেন।
৩. পূর্ণ সদস্য দেশের হয়ে প্রথম ৪০০ রান: ফাইনালে ৯১ রান করলে অভিষেক পূর্ণ সদস্য দেশের হয়ে প্রথম ব্যাটার হিসেবে এক টুর্নামেন্টে ৪০০ রান করার কৃতিত্ব অর্জন করবেন।
৪. এক টুর্নামেন্টে সর্বোচ্চ রান (সব মিলিয়ে): এই রেকর্ড এখন কানাডার অ্যারন জনসনের দখলে (২০২২ ডেজার্ট কাপ টি২০ ইন্টারন্যাশনাল সিরিজে ৭ ম্যাচে ৪০২ রান)। অভিষেককে ৯৪ রান করতে হবে এই রেকর্ড ভাঙতে।
৫. টানা সবচেয়ে বেশি ত্রিশোর্ধ্ব রান: ফাইনালে ৩০ রান করলেই অভিষেক হবেন প্রথম ব্যাটার যিনি টানা ৮ ইনিংসে ৩০+ রান করবেন। আপাতত অভিষেক রেকর্ডটি রোহিত শর্মা ও মোহাম্মদ রিজওয়ানের সঙ্গে ভাগাভাগি করছেন (৭ ইনিংস)।
আরও পড়ুন: এশিয়া কাপে চ্যাম্পিয়ন দল কত টাকা পাবে?
৬. এক আসরে ভারতের হয়ে এশিয়া কাপে সর্বোচ্চ রান: সুরেশ রায়নার রেকর্ড ভাঙতে অভিষেককে ৬৪ রান করতে হবে । রায়না ২০০৮ এশিয়া কাপে ৬ ম্যাচে ৩৭২ রান করেছিলেন।
৭. এক আসরে এশিয়া কাপে সর্বোচ্চ রান (সব মিলিয়ে): ৭০ রান করতে পারলেই অভিষেক ভাঙবেন সনৎ জয়াসুরিয়ার রেকর্ড। জয়াসুরিয়া ২০০৮ এশিয়া কাপে ৫ ম্যাচে ৩৭৮ রান করেছিলেন।
৮. এক টুর্নামেন্টে সর্বাধিক বাউন্ডারি: অভিষেক এখন পর্যন্ত ৫০টি বাউন্ডারি (৩১ চার, ১৯ ছক্কা) মেরেছেন। ফাইনালে আর ১৬টি বাউন্ডারি মারতে পারলে তিনি কানাডার অ্যারন জনসনের রেকর্ড ভাঙবেন।
৯. টি-টোয়েন্টি এশিয়া কাপের এক আসরে সর্বাধিক অর্ধশতক: ফাইনালে অর্ধশতক করলেই অভিষেক হবেন প্রথম ব্যাটার যিনি এক আসরে ৪টি ফিফটি করবেন।
আরও পড়ুন: আফগানিস্তান সিরিজেও অধিনায়ক জাকের, দলে ফিরেছেন সৌম্য
১০. এশিয়া কাপ টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান (সব আসর মিলিয়ে ভারতের হয়ে): অভিষেককে ১২১ রান করতে হবে কোহলির রেকর্ড ভাঙতে। আর ১২৬ রান করলে তিনি শ্রীলঙ্কার পাথুম নিসাঙ্কাকেও ছাড়িয়ে যাবেন এবং এশিয়া কাপ টি-টোয়েন্টিতে সর্বকালের সর্বোচ্চ রান সংগ্রাহক হবেন।
১১. টানা সবচেয়ে বেশি ফিফটি (ভারতের হয়ে): পাকিস্তানের বিপক্ষে অর্ধশতক করলে অভিষেক হবেন প্রথম ভারতীয় যিনি টানা চার ইনিংসে ফিফটি করবেন।