ফাইনালে প্রতিপক্ষ পেল রিয়াল মাদ্রিদ

৩ সপ্তাহ আগে
প্রথমবার আয়োজিত ফিফার ইন্টার কন্টিনেন্টাল কাপ সাড়া ফেলেছে বেশ। টুর্নামেন্টটিকে বলা হচ্ছে ক্লাব বিশ্বকাপের ড্রেস রিহার্সাল। আগামী বছর বৃহৎ পরিসরে ক্লাব বিশ্বকাপ আয়োজনের আগে চলতি বছর এই ইন্টার কন্টিনেন্টাল কাপ আয়োজন করেছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। এবারের আসোরে সরাসরি ফাইনালে খেলছে ইউরোপ অঞ্চলের চ্যাম্পিয়ন্স রিয়াল মাদ্রিদ। ফাইনালে তাদের প্রতিপক্ষ হতে শনিবার (১৪ ডিসেম্বর) মুখোমুখি হয়েছিল কনকাকাফ অঞ্চলের চ্যাম্পিয়ন মেক্সিকান ক্লাব পাচুকা এবং আফ্রিকান অঞ্চলের চ্যাম্পিয়ন মিশরীয় ক্লাব আল আহলি। রোমাঞ্চকর সেমিফাইনালে শেষ হাসি হেসেছে মেক্সিকান ক্লাবটিই।

কাতারের স্টেডিয়াম ৯৭৪ -এ শ্বাসরুদ্ধকর লড়াইয়ে আফ্রিকান চ্যাম্পিয়ন আল আহলিকে পেছনে ফেলে ইন্টার কন্টিনেন্টাল কাপের ফাইনালে উঠেছে কনকাকাফ চ্যাম্পিয়ন পাচুকা। নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য অবস্থায় শেষ হওয়ায় খেলা টাইব্রেকারে গড়ায়। এরপর পেনাল্টি শুটআউটে ৬-৫ ব্যবধানে জয় পায় পাচুকা।


নির্ধারিত সময়ের খেলায় দুই দল প্রায় সমানে সমানে লড়েছে। তবে আল আহলিই কিছুটা এগিয়ে ছিল। বল দখলে এগিয়ে থাকার পাশাপাশি গোলে শট নেয়াতেও এগিয়ে ছিল মিশরীয় ক্লাবটি। ১৫টি শটের ৫টি লক্ষ্যে রাখতে পারে তারা। বিপরীতে ১১টি শট নিয়ে ৩টি লক্ষ্যে রাখে পাচুকা।


আরও পড়ুন: ইন্টারকন্টিনেন্টাল কাপে এমবাপ্পেকে পাওয়ার ব্যাপারে আশাবাদী আনচেলত্তি


এদিন টাইব্রেকারে পাচুকার জয়ের নায়ক গোলরক্ষক কার্লোস মোরেনো। টাইব্রেকারে শট আটকে প্রথম মেক্সিকান ক্লাব হিসেবে পাচুকাকে ফিফার কোনো টুর্নামেন্টের ফাইনালে ত্যুলেছেন।


গেল মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ জেতা রিয়াল মাদ্রিদ সরাসরি ফাইনাল খেলবে কন্টিনেন্টাল কাপের। আগামী ১৮ ডিসেম্বর লুসাইলের আইকনিক স্টেডিয়ামে ফাইনালে এই দুই দল মুখোমুখি হবে। 

]]>
সম্পূর্ণ পড়ুন