ফাইনালে এগিয়ে যাওয়ার মিশনে রাতে মাঠে নামছে ইউনাইটেড

৩ সপ্তাহ আগে
সেমিফাইনালের প্রথম লেগে রাতে মাঠে নামছে ম্যানচেস্টার ইউনাইটেড ও অ্যাথলেটিক বিলবাও। ঘরোয়া সব টুর্নামেন্টে বাজে সময়ের মধ্য দিয়ে গেলেও ইউরোপা লিগে এখনো অপরাজিত ইউনাইটেড। তাই রেড ডেভিলসদের নিয়ে সতর্ক বিলবাও কোচ। অন্যদিকে স্প্যানিশ ক্লাবটিকে কঠিন প্রতিপক্ষ মানলেও জয়ের আশা ছাড়ছে না ম্যান ইউনাইটেড।

সান ম্যামেসে ম্যাচ শুরু হবে বৃহস্পতিবার (১ মে) বাংলাদেশ সময় রাত ১টায়।

 

অলিম্পিক লিও'র বিপক্ষে ম্যানচেস্টার ইউনাইটেডের কামব্যাক হার মানায় কল্পকাহিনীকেও। অবিশ্বাস্য জয়ের পর দলের মধ্যেও দৃঢ় হয়েছে বিশ্বাস, এবারের ইউরোপা লিগে বিশেষ কিছু হতে চলেছে।

 

তবে কল্পনা ও বাস্তবতায় বিস্তর ফারাক। ঘরোয়া সব আসরে ধুকতে থাকা ক্লাবটা কোনো এক ভাগ্যগুনে ইউরোপা লিগে এখনো অপরাজিত। সমর্থকরা স্বপ্ন বুনছে শিরোপা জয়ের। তবে ফাইনাল আর ট্রফি জয়ের আগে ইউনাইটেডের সামনে বড় বাধা অ্যাথলেটিক বিলবাও।

 

ইতিহাসই বলে, স্প্যানিশ ক্লাবের বিপক্ষে বরাবরই নড়বড়ে ম্যান ইউনাইটেড। আর আর্নেস্তো ভালভার্দের দলটা এবার খেলছে দারুণ ফুটবল। লা লিগায় টপ ফোর ফিনিশ অনেকটা নিশ্চিতই। দলে আছে উইলিয়ামস ব্রাদার্স। নিকো ও ইনাকি চলতি মৌসুমে করেছেন ২২ গোল। স্প্যানিশ মিডফিল্ডার স্যানসেট ১৭ গোল করে সর্বোচ্চ গোলদাতা।

 

আরও পড়ুন: ফিরতি লেগে আর্জেন্টাইন বিশ্বকাপ জয়ীর খেলা নিয়ে শঙ্কিত ইন্টার

 

তবে এ ম্যাচের আগে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে রেড ডেভিল ডাগআউটে। ইনজুরি থেকে ফিরেছেন আমাদ দিয়ালো ও ম্যাথিস ডি লিট। শুরুর একাদশে না থাকলেও স্কোয়াডে থাকছেন দুজনই।


ম্যাচপূর্ববর্তী সংবাদ সম্মেলনে ইউনাইটেডের কোচ রুবেন আমোরিম বলেন, ‘ওরা অনেক শক্তিশালী দল। আগ্রাসী ফুটবল খেলে। নিকো উইলিয়ামস স্পেশাল ফুটবলার। স্পেনে ওদের ডিফেন্স সেরা আর আমাদের ঘাটতির জায়গা স্কোরিংয়ে। তাই কাজটা আমাদের জন্য সহজ হবে না। তবে আমরা প্রস্তুত শক্তিশালী এক দলের মুখোমুখি হওয়ার জন্য।’

 

বিলবাও কখনোই ইউরোপিয়ান ট্রফির স্বাদ পায়নি। এবার তাদের বড় অনুপ্রেরণা, ফাইনাল হবে নিজেদের মাঠ সান ম্যামেস স্টেডিয়ামে। সেমির প্রথম লেগ তারা খেলবে নিজেদের মাঠে। স্বাগতিক সমর্থন কাজে লাগিয়ে ফাইনাল নিশ্চিতে এগিয়ে থাকতে চায় বিলবাও। দলটার অন্যতম শক্তি তাদের ডিফেন্স। প্রতিপক্ষ রেড ডেভিলস বাজে সময় পার করলেও তাদের সমীহ করছেন বিলবাও বস আর্নেস্তো ভালভার্দে।

 

তিনি বলেন, ‘তাদের এ মৌসুমটা ভালো কাটেনি। তার মানে এই নয় আমরা ওদের হালকাভাবে নেব। মৌসুমের মাঝে ওদের কোচও পরিবর্তন হয়েছে। তারপরও দেখুন ইউরোপা লিগে ইউনাইটেড দারুণ খেলছে। শুধু ইউরোপা লিগ লিগ নয়, সব ইউরোপিয়ান প্রতিযোগিতায় ওরাই একমাত্র ক্লাব যারা কোনো ম্যাচ হারেনি। এটাই অনেক কিছু বলে দেয়। আমার জন্য একটা কঠিন ম্যাচ অপেক্ষা করছে।’

 

আরও পড়ুন: কাওয়াসাকির কাছে হেরে সেমি থেকে বিদায় আল নাসরের

 

ইউরোপিয়ান কম্পিটিশনে দু'দল এর আগে চারবার মুখোমুখি হয়েছে। যেখানে এক হারের বিপরীতে ৩ জয়ে এগিয়ে বিলবাও।

]]>
সম্পূর্ণ পড়ুন