প্রথম লেগে ভ্যানকুভার এফসির বিপক্ষে ২-০ ব্যবধানে হারের পর এবার ফাইনালের টিকিট নিশ্চিত করার কঠিন মিশন ইন্টার মায়ামির সামনে। প্রথম লেগে এগিয়ে থাকায় কিছুটা নির্ভার কানাডার দলটা। তবে, ফাইনাল নিশ্চিত করতে চাইলে জয়ের সঙ্গে সঙ্গে ব্যবধানও বাড়াতে হবে মায়ামির। খুব একটা ভালো ছন্দে নেই দ্যা হেরন্স।
আরও পড়ুন: ব্রাজিল ও আনচেলত্তির প্রেমকাহিনীতে ‘ভিলেন’ পেরেজ!
নিজেদের খেলা শেষ পাঁচ ম্যাচের মাত্র দুটিতে জয় পেয়েছে দলটি। বিপরীতে শেষ পাঁচ ম্যাচের একটিতেও হারেনি ভ্যানকুভার। ঘরের মাঠে জিততে হলে তাই বেশ কাঠখড়ই পোড়াতে হবে মায়ামিকে। এমএলএসের ইস্টার্ন কনফারেন্সেও ভালো অবস্থানে নেই দল। অতীত পরিসংখ্যানও সমানে সমান দুদলের। তবে, ইনজুরি সমস্যা না থাকায় ঘুরে দাঁড়ানোর লক্ষ্য হ্যাভিয়ের মাশ্চেরানোর দলের।
আরও পড়ুন: লিও সর্বকালের সেরা: ইয়ামাল
এমএলএসে আগের ম্যাচে লিওনেল মেসি না থাকলেও এই ম্যাচে তাকে পাওয়া যাবে। তারকা খেলোয়াড়দের নিয়ে মৌসুমের প্রথম শিরোপা জয়ের পথে এগিয়ে যেতে দৃঢ়প্রত্যয়ী ইন্টার মায়ামি।
]]>