ফাইনাল নিশ্চিত করল চেলসি ও বেতিস

১২ ঘন্টা আগে
উয়েফা কনফারেন্স লিগের সেমিফাইনালে দ্বিতীয় লেগেই জয়ের দেখা পেয়েছে চেলসি। সুইডিশ ক্লাব জর্জার্ডেনস আইএফকে ১-০ গোলে হারিয়েছে মারেস্কার দল। দুই লেগ মিলিয়ে চেলসির জয় ৫-১ ব্যবধানে। এদিকে আরেক সেমিফাইনালে অতিরিক্ত সময়ে ইতালিয়ান ক্লাব ফিওরেন্তিনাকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে স্প্যানিশ ক্লাব রিয়াল বেতিস।

চেলসি ১-০ জর্জার্ডেনস আইএফ

প্রথম লেগে ৪-১ গোলে এগিয়ে থাকায় ঘরের মাঠে একাদশে বেশকিছু পরিবর্তন আনে চেলসি। তবুও বল দখল ও আক্রমণে এগিয়ে ছিল ব্লুজরা। ম্যাচে ব্যবধান গড়ে দেন কিয়েরনান ডিউসবারি-হল। ম্যাচের ৩৮তম মিনিটে গোল করেন এই ইংলিশ তারকা। ফলে দুই লেগ মিলিয়ে ৫-১ ব্যবধানে জিতে প্রথমবারের মতো কনফারেন্স লিগের ফাইনালে উঠলো চেলসি।


আরও পড়ুন: আবারও বড় জয় ইউনাইটেডের, ৪১ বছর পর ফাইনালে টটেনহ্যাম


ফিওরেন্তিনা ২-২ রিয়াল বেতিস

এদিকে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে আরেক সেমিফাইনালে। প্রথম লেগে বেতিসের কাছে ২-১ গোলে হেরে যাওয়া ফিওরেন্তিনা দ্বিতীয় লেগে ঘুরে দাঁড়ায়। নির্ধারিত সময়ে তারাও ২-১ গোলে জয় পায়। ফলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।


সেখানে বেতিসের কাছে এক গোল খেয়ে বসে ফিওরেন্তিনা। শেষ পর্যন্ত ২-২ সমতায় শেষ হয় ম্যাচটি। আর ড্র করেই ফাইনালের টিকিট কেটেছে বেতিস।  

]]>
সম্পূর্ণ পড়ুন