পুলিশ জানায়, নগরের মহারাজা রোডের একটি বাসা থেকে বিকলে ৩টার দিকে পুলিশের একটি দল রুমা আক্তার ও তার স্বামী রকি মিয়াকে আটক করতে যায়। কিন্তু পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান রকি।
এর আগে শনিবার (২১ জুন) ময়মনসিংহ নগরের পাটগুদাম ব্রিজ মোড় আটাআনী পুকুরপাড় এলাকায় একটি বাসায় আসার পর তিন ঘণ্টা আটকে রেখে মারধর ও অস্ত্রের মুখে জিম্মি করে সৌদি প্রবাসী শওকত হোসনকে ও তার চাচাতো ভাই রিয়াজকে। ছিনিয়ে নেয়া হয় ১৪ হাজার সৌদি রিয়াল, ৩১ হাজার নগদ টাকা ও মোবাইল। পরে অভিযোগ পেয়ে অভিযান চালিয়ে ওই রাতেই চক্রের একজনকে আটক করা হয়।
আরও পড়ুন: গোয়েন্দা জালে ধরা ৪ ভিসা প্রতারক
চক্রের অপর সদস্য রকিকে গ্রেফতার ও লুট হওয়া বিদেশি মুদ্রা উদ্ধারে চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
আরও পড়ুন: প্রতারক থেকে সতর্ক থাকতে কোস্টগার্ডের মাইকিং
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফিরোজ হোসেন বলেন, স্বামীর প্ররোচনায় রুমা আক্তার এ ধরনের অপরাধ করছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে। প্রবাসীর কাছ থেকে নেয়া বিদেশি মুদ্রাগুলো উদ্ধারে এবং রকিকে ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় জড়িত চক্রের অন্যান্য সদস্য এবং এ ধরনের ফাঁদ পেতে মানুষের কাছ থেকে টাকাপয়সা ছিনিয়ে নেয়ার প্রতারক চক্রকে ধরতে আমরা অভিযান চালাচ্ছি।
]]>