ফসলি জমির টপসয়েল কাটায় ৫০ হাজার টাকা জরিমানা

৬ দিন আগে
ফসলি জমির টপসয়েল কাটার অভিযোগে মো. রিপন (৪০) নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৯ নভেম্বর) বিকেলে ফেনীর পরশুরামের কালিবাজার মুহুরী নদীর পাড় সংলগ্ন এলাকায় এ অভিযানে নেতৃত্ব দেন পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোশারফ হোসাইন। রিপন ওই এলাকার হোনা মিয়ার ছেলে।


ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, অভিযানে দেখা যায় রিপন মিয়া ফসলি জমির টপসয়েল কাটছিলেন, যা নদীর পাড় ধসে পড়ার আশঙ্কা তৈরি করছিল। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে প্রশাসন তৎপরতা চালায়। এসময় ভ্রাম্যমাণ আদালতের বিচারক পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোশারফ হোসাইন বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৭(ক) ও ১৫(১) ধারায় রিপন মিয়াকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাফায়াত আকতার নূর ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: ফেনীতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবি

পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোশাররাফ হোসাইন অভিযান ও জরিমানা তথ্য নিশ্চিত করে জানান, কৃষিজমি ও নদী রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

]]>
সম্পূর্ণ পড়ুন