সোমবার (১৪ জুলাই) ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে মায়ের স্বাস্থ্যের সর্বশেষ তথ্য জানান ছেলে ইমাম জাফর নোমানী।
হাসপাতালের বেডে শুয়ে থাকা ফরিদা পারভীনের একটি ছবি আপলোড করে ইমাম জাফর নোমানী লেখেন,
আম্মাকে (ফরিদা পারভীন) এইমাত্র আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে, আলহামদুলিল্লাহ।
এরপরই সবার উদ্দেশে অনুরোধ জানিয়ে তিনি লেখেন,
ডাক্তার বলেছেন ভিজিটর নিয়ন্ত্রণ করতে না পারলে অবস্থা আবারও আগের মতোই হয়ে যাবে। সবাইকে আবারও অনুরোধ করছি হাসপাতালে ভিড় না করতে।
গত ৫ জুলাই হঠাৎ কিডনি জটিলতায় শ্বাসকষ্ট শুরু হলে দ্রুত তাকে ডায়ালাইসিস করাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে একটি বোর্ড গঠন করা হয়। বর্তমানে তাদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন এ সংগীতশিল্পী।
আরও পড়ুন: ‘সাগরের তীর থেকে’ গানের সংগীতশিল্পী জিনাত রেহানা মারা গেছেন
১৯৬৮ সালে রাজশাহী বেতারের তালিকাভুক্ত শিল্পী হিসেবে নজরুলসংগীত গাইতে শুরু করেন ফরিদা। ১৯৭৩ সালের দিকে দেশাত্মবোধক গান গেয়ে জনপ্রিয়তা অর্জন করেন তিনি। সাধক মোকসেদ আলী শাহর কাছে ফরিদা পারভীন লালনসংগীতে তালিম নেন।
আরও পড়ুন: গুরুতর অসুস্থ ফরিদা পারভীন
ফরিদা পারভীন ১৯৮৭ সালে সংগীতাঙ্গনে বিশেষ অবদানের জন্য একুশে পদক পান। এছাড়া ২০০৮ সালে তিনি জাপান সরকারের পক্ষ থেকে ‘ফুকুওয়াকা এশিয়ান কালচার’ পুরস্কারও পেয়েছেন। সেরা প্লেব্যাক গায়িকা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন ১৯৯৩ সালে।