জানা যায়, সন্ধ্যার দিকে উপজেলার পুলিয়া এলাকায় রেল লাইনের উপর ঘুরতে গিয়ে স্থানীয় লোকজন এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দিলে পুলিশ মরদেহটি উদ্ধার। মরদেহটি উপজেলার আজিমনগর ইউনিয়নের পাতরাইল গ্রামের হাসমত মুন্সির ছেলে বাবু মুন্সির (৩৫) বলে শনাক্ত করেন স্থানীয়রা। পরে পরিবারের সদস্যদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আশরাফ হোসেন জানান, খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহতের স্বজনদের বরাত দিয়ে তিনি আরো জানান, বাবু মুন্সী কানে কম শুনতো, রেল লাইন পাড় হওয়ার সময় ট্রেনের নিচে কাটা পড়ে তার মৃত্যু হয়।
এদিকে বিকালে ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের বিবিরকান্দা গ্রামে গাছের নিচে চাপা পড়ে জীবন ফরাজি (১৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। জীবন ফরাজি ওই গ্রামের ইব্রাহিম ফরাজির ছেলে।
আরও পড়ুন: বেপরোয়া দুই মোটরসাইকেলে ট্রাকের ধাক্কা, ২ যুবক নিহত
স্থানীয়রা জানায়, জীবন ফরাজি একটি চাম্বুল গাছ কাটার সময় গাছটি তার উপর পড়লে চাপা পড়ে গুরুতর আহত হন জীবন ফরাজি। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ভাঙ্গা থানার ওসি মো. আশরাফ হোসেন জানান, গাছ কাটার সময় চাপা পড়ে জীবন ফরাজি নামের এক যুবক মারা যান। খবর পেয়ে সন্ধ্যার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।