ফরিদপুরের ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে আহত ২০

১ মাস আগে
ফরিদপুরের ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে উভয় পক্ষের ২০ জন আহত হয়েছে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার তুজারপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।


আহতদেরকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংবাদ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় তিনজনকে আটক করে পুলিশ।


জানা যায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তুজারপুর গ্রামের ওহাব ভুঁইয়ার সাথে ওমর মাতুব্বরের দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। শনিবার (৮ ফেব্রুয়ারি) রাতে তুজারপুর বাজারে ওয়াজ মাহফিল চলাকালে ওহাব ভুঁইয়ার সমর্থক ইমন ভুইয়ার সাথে ওমর মাতুব্বরের সমর্থক মানিক ও তামিমের তুচ্ছ ঘটনা নিয়ে মারামারি হয়।


এরই জের ধরে সোমবার দুপুরে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র ডাল, কাতরা, টেঁটা, ইটপাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরে। এ সময় ২৫টি বসতবাড়ি ভাঙচুর ও লুটপাট করা হয়।


আরও পড়ুন: ক্ষতিগ্রস্ত প্রবাসীদের ৬ প্রতিনিধি গেলেন যমুনায়


খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে আহত ২০ জনকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল থেকে তিন জনকে আটক করেছে পুলিশ।


ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকছেদুর রহমান জানান, সংবাদ পেয়ে আমিসহ পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে এখন পর্যন্ত কোনো পক্ষই অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

]]>
সম্পূর্ণ পড়ুন