মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে উপজেলার আলগী ইউনিয়নের পশ্চিম আলগী গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
জানা যায়, উপজেলার আলগী ইউনিয়নের হরিরহাট বাজারের দুইটি দোকান ঘরের পজিশন কেনা-বেচা নিয়ে কিছুদিন আগে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। বিষয়টি নিয়ে সমাধানে দুপুরে কয়েক গ্রামের মাতুব্বরদের নিয়ে এক সালিশ বৈঠক শুরু হয়।
সালিশ বৈঠক চলাকালে পশ্চিম আলগী গ্রামের আলী মাতুব্বরের সমর্থকদের সাথে ও একই গ্রামের দেলোয়ার মাতুব্বরের সমর্থকদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দেশীয় অস্ত্র, ঢাল, কাতরা, টেঁটা ও পাথর নিয়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পরে।
এ সময় উভয় পক্ষের ২০টি বসতবাড়িতে হামলা ও লুটপাট করা হয়। সংঘর্ষের ঘটনায় নারী পুরুষসহ ৩০ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আরও পড়ুন: ফরিদপুরে একাধিক সংঘর্ষে আহত শতাধিক, ভাঙচুর-আগুন
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেন জানান, কিছুদিন আগে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। বিষয়টি সমাধানে সালিশি বৈঠকের আয়োজন করে স্থানীয়রা। সালিশ চলাকালে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পরে।
তিনি আরও জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এখন পর্যন্ত কোনো পক্ষই অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।