ফরিদপুরে শিঙাড়া খাওয়া নিয়ে মারামারি, আহত ২০

৩ সপ্তাহ আগে
ফরিদপুরের বোয়ালমারীতে শিঙাড়া খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুই জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে এবং অন্যদের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (১০ জানুয়ারি) দুপুরে বোয়ালমারী পৌরসভার গুনবহা তালতলা বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে।


জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় পৌরসভার তালতলা বাজারের হোটেল ব্যবসায়ী বিল্লাল মল্লিকের সঙ্গে শিঙাড়া খাওয়া নিয়ে সাবেক কাউন্সিলর ফরিদ হোসেনের ছেলে রাহুল মোল্যার কথা কাটাকাটি হয়। এ ঘটনার জেরে রাতে হোটেলে ভাঙচুর চালায় রাহুল ও তার সহযোগীরা।

আরও পড়ুন: ফরিদপুরে খ্যাতিমান চিত্রশিল্পী কালিদাস কর্মকারের জন্মোৎসব

এরই জের ধরে শুক্রবার (১০ জানুয়ারি) দুপুরে বিল্লালের পক্ষ নিয়ে নাসির মল্লিকসহ তার লোকজন সাবেক কাউন্সিলর ফরিদ হোসেনের সমর্থকদের সাথে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে দুইপক্ষই দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে উভয়পক্ষের ২০ জন আহত হন। 


বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. গোলাম রসুল জানান, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় থানায় এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

]]>
সম্পূর্ণ পড়ুন