ফরিদপুরে যাত্রীবাহী বাস খাদে, আহত ১০

১ সপ্তাহে আগে
ফরিদপুরের নগরকান্দায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে খাদে পড়ে গিয়ে ১০ যাত্রী আহত হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে ফরিদপুর-বরিশাল মহাসড়কের নগরকান্দা উপজেলার ভবুকদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান জানান, সড়কের বেহাল দশার কারণে ফরিদপুর থেকে ছেড়ে আসা মাদারীপুরগামী ভোরের আলো ক্লাসিক নামের যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। দুর্ঘটনায় বাসের ১০ যাত্রী আহত হয়েছে।

 

আরও পড়ুন: ফরিদপুর-৫ আসন কেন করা হবে না, জানতে চেয়ে রুল

 

আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে বলেও জানান তিনি। 
 

]]>
সম্পূর্ণ পড়ুন