বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের বোয়ালমারী ওয়াবদা মোড়ে দুপুরে এ কর্মসূচী পালন করে বিক্ষুব্ধ নেতাকর্মীরা।
তাদের অভিযোগ, ত্যাগী নেতাকর্মীদের অবমূল্যায়ন ও আওয়ামী লীগের পদ-পদবিতে থাকা নেতাকর্মীদের নবগঠিত কমিটিতে স্থান দেয়া হয়েছে। আগামী ১০ নভেম্বরের মধ্যে কমিটি বাতিল করা না হলে কঠোর কর্মসূচি ঘোষণা দেয়া হবে বলে জানানো হয়। এ সময় সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে দুই কিলোমিটার যানজট সৃষ্টি হয়।
আরও পড়ুন: কাঁঠালিয়ায় স্কুলের মাঠ থেকে রাস্তা অপসারণের দাবিতে মানববন্ধন
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হাসান চৌধুরী ও থানার পরিদর্শক (তদন্ত) আল আমিন ঘটনাস্থলে পৌঁছে বিক্ষুব্ধ নেতাকর্মীদের শান্ত করলে কর্মসূচি তুলে নেয় তারা।

৩ সপ্তাহ আগে
৪







Bengali (BD) ·
English (US) ·