স্থানীয়রা জানান, ভাঙ্গায় কুমার নদে একটি নৌকাবাইচ হওয়ার কথা ছিল। তবে ওই নৌকাবাইচ হয়নি। তবে এ সময় নদীতে যাত্রীবাহী হাফ ডজন স্পিডবোট ও ট্রলারে ওই কিশোররা চাইনিজ কুড়াল ও বড় ছ্যান দা নিয়ে মহড়া চালায়।
সাউন্ড বক্স লাগিয়ে উচ্চশব্দে গান বাজিয়ে নাচ-গানের তালে তালে একাধিক স্পিডবোটের ওপরে তারা চাইনিজ কুড়াল, বড় ছ্যান দা উঁচিয়ে এই মহড়া দেয়। একটি বড় ট্রলার ও অন্তত সাতটি স্পিডবোট এ মহড়ায় অংশ নেয়। সড়কে দ্রুত গতির মোটরসাইকেলের মতোই নদীর বুকে এঁকেবেঁকে স্পিডবোট চালিয়ে অস্ত্র উঁচিয়ে হৈ-হল্লা করতে করতে তাদের শক্তিমত্তা প্রদর্শন করতে দেখা যায়।
এর আগে গত সোমবার (১৫ সেপ্টেম্বর) ভাঙ্গায় দুর্বৃত্তরা হামলার চালিয়ে থানা ও উপজেলা পরিষদের কক্ষগুলোতে ব্যাপক ভাঙচুর-অগ্নিসংযোগ ও লুটপাট চালায়। ওই হামলায় কিশোর বয়সিদের ব্যাপক উপস্থিতি দেখা যায় ভিডিও ফুটেজে। এ ঘটনায় থানায় সাবেক এমপি মজিবুর রহমান নিক্সন চৌধুরীকে প্রধান আসামি করে ভাঙ্গা থানায় মামলা দায়ের করা হয়েছে।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে প্রতিপক্ষের ছুরিকাঘাতে কিশোর গ্যাং লিডার নিহত
এই উত্তেজনার রেশ না কাটতেই গত বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে ওই কিশোর গ্যাংয়ের দল কুমার নদে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে স্পিডবোটে এ মহড়া চালালো। এতে জনমনে উদ্বেগ দেখা দিয়েছে।
এদিকে, অন্য একটি ভিডিও ক্লিপে দেখা যায়, নদীর পাড়ে একটি ট্রলারে সাউন্ড বক্স বাজিয়ে একদল কিশোর গ্যাংয়ের সদস্যরা হৈ-হল্লা করার সময় পুলিশ তাদের আটকের চেষ্টা চালায়। এসময় ওই কিশোররা নদীতে ঝাঁপিয়ে পালানোর চেষ্টা করে।
আরও পড়ুন: মোহাম্মদপুরে কিশোর গ্যাং ‘এলটিডি বয়েজ গ্রুপ’র ৪ সদস্য গ্রেফতার
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেন সত্যতা স্বীকার করে বলেন, পাশের জেলা মাদারীপুর থেকে স্পিডবোটে চড়ে এসে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তারা কুমার নদে এই মহড়া দেয়। বিষয়টি জানার পর রাজৈর থানায় জানানো হয়েছে। তাদের আটকের জোর চেষ্টা চলছে।