ফরিদপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক

৩ সপ্তাহ আগে
ফরিদপুরের সালথায় অন্তরা বেগম (২৬) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে হাসপাতালে তার মৃত্যু হয়। অন্তরার মৃত্যু নিয়ে সন্দেহ তৈরি হওয়ায় তার স্বামী মিরু শেখকে (৩৫) জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

অন্তরা আক্তার ও তার স্বামী মিরু শেখ দুটি শিশু সন্তান নিয়ে সালথা উপজলার সোনাপুর ইউনিয়নের নটখোলা নীলভিটা আশ্রয়ণ কেন্দ্রে সরকারি ঘরে বসবাস করছিলেন।


আশ্রয়ণের এক বাসিন্দা জানান, শুক্রবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। সকালে অন্তরা অসুস্থ হয়ে পড়লে তার স্বামী বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।


আরও পড়ুন: মাদ্রাসাছাত্রীর রহস্যজনক মৃত্যু, ময়নাতদন্ত ছাড়াই হাসপাতালের তালা ভেঙে লাশ নেয়ার চেষ্টা


সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, ‘অন্তরার মৃত্যু নিয়ে কিছুটা সন্দেহ রয়েছে। তার মুখে সামান্য আঘাতের চিহ্ন রয়েছে বলে জানতে পেরেছি। অন্তরার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন আসার পর মৃত্যুর আসল কারণ জানা যাবে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদ করার জন্য অন্তরার স্বামী মিরুকে আটক করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
 

]]>
সম্পূর্ণ পড়ুন