পারিবারিক আয়োজনে অম্বিকা ময়দানে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শহরের বিভিন্ন স্কুলের শতাধিক শিক্ষার্থী চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেন। এছাড়া স্থানীয় শিল্পীরাও সংগীত পরিবেশন করেন। পরে কাটা হয় কেক।
অনুষ্ঠানে চিত্রশিল্পী কালিদাস কর্মকারের পরিবারের সদস্যরা, সাংস্কৃতিক সংগঠনের নেতা ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: ফরিদপুরে প্রভাবশালীর বাধায় সরকারি কাজ বন্ধ, ব্যবসায়ীদের বিক্ষোভ
দর্শনার্থীরা জানায়, পারিবারিক আয়োজনে জন্মোৎসব উদযাপন করা হলো। ভবিষ্যতে সরকারিভাবে বা সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে বড় আয়োজনে জন্মোৎসব যাতে পালন করা হয় তার দাবি জানাই।
উল্লেখ্য, ১৯৪৬ সালের ১০ জানুয়ারি ফরিদপুর শহরের নিলটুলিতে জন্মগ্রহন করেন কালিদাস কর্মকার। ২০১৯ সালের ১৮ অক্টোবর ৭৩ বছর বয়সে মারা যান একুশে পদকপ্রাপ্ত এ চিত্রশিল্পী।
]]>