জানা যায়, সকাল ৮টার দিকে শহরের নিউমার্কেটের দি নিউ রেমন্ড শপ থেকে ধোঁয়া দেখতে পান ব্যবসায়ীরা। তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসে খবর দিলে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
তবে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনতে পারায় বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা পেয়েছে অর্ধ শতাধিক দোকান। তবে কী কারণে আগুনের সূত্রপাত তা জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
আরও পড়ুন: বাগেরহাটে বাণিজ্যিক ভবনে আগুন, এক নারীর মৃত্যু
ফরিদপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. আসাদুজ্জামান জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ২ ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে কী কারণে আগুন লেগেছে তা জানা যায়নি, ক্ষয়ক্ষতি ও অগ্নিকাণ্ডের কারণ উদঘাটনে তদন্ত চলছে বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।
]]>