ফরিদপুরে আসন পুনর্বহালের দাবিতে টানা তৃতীয় দিনের মতো বিক্ষোভ চলছে

২২ ঘন্টা আগে
ফরিদপুরে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের দাবিতে টানা তৃতীয় দিনের মতো বিক্ষোভ অব্যাহত রয়েছে। এ বিক্ষোভে অংশ নিয়ে স্থানীয়রা সড়ক ও রেলপথ ১ ঘণ্টা অবরোধের পর সড়কের পাশে বিক্ষোভে অংশ নিয়েছেন।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল থেকে ভাঙ্গা উপজেলার আলগি ও হামিরদী ইউনিয়নের আশপাশে ঢাকা–বরিশাল মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ সৃষ্টি করেন বিক্ষোভকারীরা। এতে ঢাকা, খুলনা ও বরিশালগামী যান সাময়িকভাবে চলাচল ব্যাহত হয়।

 

স্থানীয়দের অভিযোগ, দুটি ইউনিয়নকে ভাগ করে অন্য আসনে যুক্ত করার প্রস্তাব দেয়া হয়েছে। কিন্তু তারা চান ইউনিয়ন দুটি আগের আসনের সঙ্গেই থাকুক। বিক্ষোভকারীরা বলছেন, ‘এটি আমাদের ন্যায্য দাবি। দীর্ঘদিন ধরে আন্দোলন করছি, কিন্তু কোনো ফল পাইনি। কর্তৃপক্ষ বিষয়টি আমলে নিচ্ছে না।’

 

আরও পড়ুন: ভাঙ্গায় ইউএনও কার্যালয় ও নির্বাচন অফিসে ভাঙচুর-আগুন

 

এর আগে রোববার ও সোমবারও হাজারো মানুষ বিক্ষোভে অংশ নেন। তারা জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন। এর ফলে ফরিদপুর–ভাঙ্গা অঞ্চলে এখনও টানটান উত্তেজনা বিরাজ করছে।

 

অবরোধ চলাকালে কিছু এলাকায় হামলা ও ভাঙচুরের ঘটনাও ঘটে। উত্তেজনা ছড়িয়ে পড়ে সিদ্দিকি নামে এক ব্যক্তিকে গ্রেফতারের পর। এরপর থেকে জনতা আরও ক্ষুব্ধ হয়ে মহাসড়ক অবরোধ করে রাখেন।

 

 

]]>
সম্পূর্ণ পড়ুন