রোববার (২১ ডিসেম্বর) দুপুরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
জানা যায়, শনিবার (২০ ডিসেম্বর) বিকালে শহরের পশ্চিম খাবাসপুর এলাকা থেকে ব্যবসায়ী প্রশান্ত সাহার মোটরসাইকেল চুরি করে নিয়ে যায় চোরেরা। এর আগে শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুরে শহরের রঘুনন্দনপুর এলাকার বাসার নিচে রাখা জুনায়েদ হাবিব নামের এক শিক্ষকের মোটরসাইকেল চুরি হয়। এছাড়া চলতি মাসের প্রথম সপ্তাহে পারভেজ নামের এক ব্যক্তির মোটরসাইকেল বাসার নিচ থেকে চুরি করে নিয়ে যায় চোরেরা। এছাড়াও সম্প্রতি শহরে আরও বেশ কয়েকটি মোটরসাইকেল চুরির ঘটনায় ভুক্তভোগীরা থানায় অভিযোগ দিলে অভিযানে নামে পুলিশ।
সিসি ক্যামেরার ফুটেজের সূত্র ধরে পুলিশ চোর চক্রের সদস্যদের অবস্থান নিশ্চিত হয়ে শনিবার রাতে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চোর চক্রের দুই সদস্য তামিম ও অনিককে গ্রেফতার করে। এ সময় তারা মোটরসাইকেল চুরির কথা স্বীকার করে। পরে তাদের দেওয়া তথ্যানুসারে আরও ৫ সদস্যকে গ্রেফতার করা হয় এবং তাদের কাছ থেকে দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
গ্রেফতাররা হলেন- শহরের আলীপুর গোরস্থান এলাকার মামুন মোল্লার ছেলে তামিম মোল্লা (২৪), আলীপুর কানাই মাতুব্বরের মোড়ের সরোয়ার হোসেনের ছেলে আনিক ইসলাম (২৫), একই এলাকার ইউনুছ শেখের ছেলে রাতুল শেখ (২৪), চরমাধবদিয়া ইউনিয়নের হামেদ মুন্সী ডাঙ্গীর আনোয়ার শেখের ছেলে লিয়ন শেখ (২৬), শহরের শোভারামপুর এলাকার সাইদা গাছীর ছেলে সিদ্দিক সরদার (৪২), সদর উপজেলার ইব্রাহিমদী গ্রামের আব্দুল মান্নানের ছেলে এনামুল (২৮) ও নড়াইল জেলার নড়াগাতী থানার চান্দেরচর গ্রামের মুক্তার শেখের ছেলে সাব্বির হোসেন।
আরও পড়ুন: দেশের বাজারে হোন্ডার ২০০ সিসির নতুন মোটরসাইকেল
অভিযান পরিচালনাকারী কোতয়ালী থানার উপ-পরিদর্শক (এস আই) নুর হোসেন জানান, গ্রেফতার হওয়া সাতজন প্রফেশনাল চোর। ওরা নিয়মিতভাবে মোটরসাইকেল ও অটোরিকসা চুরি করে। ওদের কাছে বিশেষ চাবি আছে যেটা যেকোন মোটরসাইকেল চালু করা যায়। এর আগেও এরা পুলিশের হাতে গ্রেফতার হয়েছে। জামিনে বের হয়ে আবারো চুরি করা শুরু করে।
ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম জানান, চোরচক্রের ৭ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তাদের দেয়া তথ্যমতে দুইটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। চক্রের অন্য সদস্যদের গ্রেফতার ও চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারদের রোববার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। চলতি মাসে মোটরসাইকেল চুরির ঘটনায় ৫ জন ভুক্তভোগী কোতয়ালী থানায় অভিযোগ দায়ের করেছেন।

৩ সপ্তাহ আগে
৩








Bengali (BD) ·
English (US) ·