ফরিদগঞ্জে সম্মাননা পেল কৃতি শিক্ষার্থী ও গুণী শিক্ষকরা

২ সপ্তাহ আগে
চাঁদপুরের ফরিদগঞ্জে কৃতি ও মেধাবী শিক্ষার্থী এবং গুণী শিক্ষকদের সম্মাননা দেয়া হয়েছে। শনিবার (১ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে মাধ্যমিক ও কলেজ এবং সমমনা পর্যায়ের এমন দুই শতাধিক শিক্ষার্থী, গুণী শিক্ষক এবং উপজেলার সেরা শিক্ষা, সামাজিক প্রতিষ্ঠানগুলোকেও ক্রেস্ট, সনদপত্র এবং নগদ সহায়তা তুলে দেয়া হয়।

এতে সভাপতিত্ব করেন এমএ হান্নান। প্রধান অতিথি ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ রুহুল্লাহ,  বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সংবাদপত্র পরিষদ (বিএসপি)র সাবেক মহাসচিব ও সাংবাদিক আবুল কাশেম মজুমদার, শিক্ষাবিদ অধ্যাপক জহিরুল ইসলাম চৌধুরী এবং সংগঠক ফরিদ আহমেদ রিপন।

 

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, অধ্যক্ষ মাওলানা ড. একেএম মাহবুবুর রহমান, সাবেক প্রধান শিক্ষক মকবুল আহমেদ বিএসসি, সাংবাদিক ফারুক আহম্মদ প্রমূখ।

 

তারা আরো বলেন, দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে মেধাবীদের বিকল্প নেই।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি মোহাম্মদ রুহুল্লাহ বলেন, মানসম্মত শিক্ষা বিস্তারে সরকার প্রতিষ্ঠানগুলোকে সবধরনের সহযোগিতা দিচ্ছে। যাতে শিক্ষা প্রতিষ্ঠান থেকে মেধাবি মুখ বেরিয়ে আসতে পারে।

 

আরও পড়ুন: চাঁদপুরে দুই নারীর সাহসিকতায় বিপুল পরিমাণ মাদক জব্দ

 

বিশেষ অতিথি আবুল কাশেম মজুমদার বলেন, শিক্ষা দীক্ষায় ফরিদগঞ্জ এগিয়ে থাকলেও কর্মসংস্থানের জন্য এখানে এখনো কোনোকিছু গড়ে উঠেনি।

 

শিক্ষাবিদ জহিরুল ইসলাম চৌধুরী বলেন, জীবন গড়তে হলে, প্রতিটি শিক্ষার্থীকে ২৩ বছর পর্যন্ত প্রতিদিন ১৬ ঘন্টা পড়াশোনা করতে হবে।

 

সভাপতি এমএ হান্নান বলেন, যতোদিন বেঁচে থাকবো ততোদিন পর্যন্ত ফরিদগঞ্জের সার্বিক উন্নয়নের নিরলসভাবে কাজ করবো।

 

সংগঠক ফরিদ আহমেদ রিপন বলেন, ফরিদগঞ্জের বিবেকবান প্রতিটি মানুষ এককাঁতারে পথ চললে, সুন্দর এবং পরিচ্ছন্ন দেশ গঠনে এখানকার মানুষগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন।

 

আরও পড়ুন: চাঁদপুরে হামলার প্রস্তুতিকালে কিশোর গ্যাংয়ের ৫ সদস্য আটক

 

এসময় আরো বেশ কয়েকজন শিক্ষাবিদ এবং সম্মাননা পাওয়া শিক্ষার্থী তাদের অনুভূতি জানিয়ে বক্তব্য রাখেন।

 

পুরো আয়োজনের উপস্থাপনায় ছিলেন সাংবাদিক শামীম হাসান।

 

ফরিদগঞ্জ সামাজিক উন্নয়ন পরিষদ নামে একটি সংগঠন অনুষ্ঠানটির আয়োজন করে।
 

]]>
সম্পূর্ণ পড়ুন