ফরাসি লিগে পিএসজির আধিপত্য কমাতে নতুন পরিকল্পনা

১ দিন আগে
ফ্রান্সের লিগ ওয়ান ইউরোপের সেরা পাঁচ লিগের একটি হলেও এই লিগের ফল নিয়ে খুব বেশি মাতামাতি হয় না। কারণ মৌসুম শুরুর আগেই যে চ্যাম্পিয়ন দলের নাম বলে দেয়া যায়! এই লিগের শিরোপাকে যে নিজেদের সম্পত্তিতে পরিণত করেছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। কাতারি ধনকুবের নাসের আল খেলাইফির মালিকানায় যাওয়ার পর পেট্রো ডলারের বদৌলতে জায়ান্টে পরিণত হওয়া পিএসজির সঙ্গে টেক্কা দেয়ার মতো দল এখন গোটা বিশ্বেই কম আছে। এই মৌসুমে তো ট্রেবল জয়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে তারা।

লিগ ওয়ানে কি তবে এবার পিএসজির রাজত্ব শেষ হতে চলল?–এমন প্রশ্ন দেখে হয়ত অবাকই হচ্ছেন। চলমান মৌসুমেও তো লিগ ওয়ানের শিরোপা ঘরে তুলেছে প্যারিসের জায়ান্টরা। গত এক যুগে লিগ ওয়ানের শিরোপা অধিকাংশ সময় পিএসজির ঘরেই গেছে। ২০১২-১৩ মৌসুম থেকে চলমান মৌসুম পর্যন্ত ১৩ আসরের মধ্যে ১১বারই তারাই চ্যাম্পিয়ন হয়েছে।


তবে এবার এই চিত্রে পরিবর্তন আসলেও আসতে পারে। অন্তত লিগ ওয়ান কর্তৃপক্ষ যে পরিকল্পনা হাতে নিয়েছে, তা সফল হলে হয়ত পিএসজির জন্য শিরোপা জেতাটা আরেকটু কঠিন হয়ে উঠবে।


এই মৌসুম শেষেই শিরোপা নির্ধারণের পদ্ধতিতে বৈপ্লবিক পরিবর্তন আনার কথা ভাবছে লিগ ওয়ান কর্তৃপক্ষ। ফ্রান্সের এই শীর্ষ লিগ পিএসজির একক আধিপত্যের কারণে সাম্প্রতিক সময়ে দর্শকদের আকর্ষণ করতে ব্যর্থ হচ্ছে এবং বর্তমানে তাদের দেশীয় স্ট্রিমিং পার্টনার ডিএজেডএন'র সঙ্গে সম্পর্কের অবনতি হয়েছে।

 

আরও পড়ুন: রিয়াল ছাড়ার গুঞ্জন নিয়ে মুখ খুললেন রদ্রিগো


ডিএজেডএনের সঙ্গে লিগের স্ট্রিমিং স্বত্ব বাবদ প্রতি মৌসুমে ৩৩৭ মিলিয়ন পাউন্ড (৫ হাজার ৪৬৫ কোটি টাকার বেশি) পেয়ে থাকে লিগ ওয়ান। যে চুক্তি ২০২৯ সাল পর্যন্ত বহাল থাকবে। কিন্তু দর্শক কমে যাওয়ায় চলমান মৌসুমের মধ্যেই সম্প্রচারক সংস্থাটি শর্তাবলী পুনরায় আলোচনা করার চেষ্টা করে,  যে আলোচনা দুই পক্ষের সম্পর্কের টানাপোড়েন সৃষ্টি করে এবং দুই পক্ষের মধ্যে আইনগত বিরোধের সম্ভাবনা তৈরি হয়েছে।


ডেলোয়েটের ফুটবল ফিন্যান্সের ২০২২-২৩ অনুযায়ী, ফ্রান্সের এই ঘরোয়া আসর ইউরোপের পঞ্চম সর্বোচ্চ আয় করা লিগ, যেটি বছরে প্রায় ২.১ বিলিয়ন পাউন্ড রাজস্ব আয় করে, যেখানে ইংলিশ প্রিমিয়ার লিগের বার্ষিক রাজস্ব ৬.২ বিলিয়ন পাউন্ড।


এই সংকট কাটিয়ে উঠতেই ফ্রেঞ্চ ফুটবল ফেডারেশন (এফএফএফ) একটি নতুন পরিকল্পনা পেশ করেছে, যার দ্বারা ফ্রান্সের ঘরোয়া ফুটবলে নাটকীয় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। এফএফএফের প্রেসিডেন্ট ফিলিপ্পে দিয়ালো জানিয়েছেন, সম্ভাব্য পরিবর্তন নিয়ে তিনটি কার্যকরী গ্রুপের আলোচনা হয়েছে, যেখানে সাবেক কোচ ও স্কাউট দামিয়েন কমলি লিগ ওয়ানের বিষয়টি নেতৃত্ব দিচ্ছেন।


এল ইকুইপের দাবি অনুযায়ী, তাদের নতুন পরিকল্পনার অনেকটা জুড়েই আছে লিগ ওয়ানের শিরোপা নির্ধারণের পদ্ধতিকে একটা নতুন সংস্করণের মধ্যে নিয়ে আসা। যেখানে লিগ টেবিলের শীর্ষে থাকা দলকে সরাসরি শিরোপা দেয়ার পরিবর্তে শীর্ষ চার দলকে নিয়ে একটা প্লে-অফ টুর্নামেন্ট আয়োজনের সুপারিশ করা হয়েছে। এরপর প্লে-অফে জয়ী দলকে শিরোপা দেয়া হবে।


আরও পড়ুন: ফাইনালে হামজার শেফিল্ডের প্রতিপক্ষ বেলিংহ্যামের সান্ডারল্যান্ড


মূলত লিগ ওয়ানে পিএসজির আধিপত্য কমাতেই এই পথে হাঁটতে চায় লিগ ওয়ান কর্তৃপক্ষ। ফরাসি গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, প্রস্তাবটি কিছু স্টেকহোল্ডার, যার মধ্যে কিছু খেলোয়াড়ও রয়েছেন, তাদের কাছে নেতিবাচক বলে মনে হয়নি।


কিন্তু মৌসুম শেষে প্লে-অফ টুর্নামেন্টটি বর্তমান ক্যাম্পেইনগুলোর অতিরিক্ত শিডিউলিংয়ের সমস্যাকে আরও জটিল করে তুলতে পারে। যেমন: এই মাসে লিগ মৌসুম শেষ হলেও জুনে শীর্ষ দলগুলোকে ক্লাব বিশ্বকাপের মতো প্রতিযোগিতায় অংশ নিতে হবে। সে ক্ষেত্রে খেলোয়াড়দের জন্য ম্যাচের ধকল বাড়তে পারে।


সোমবার (১২মে) দিয়ালোর উদ্বোধন করা প্রকল্পে উল্লিখিত অন্যান্যপরিবর্তনগুলির মধ্যে আছে ক্লাবের স্কোয়াডে খেলোয়াড়দের সংখ্যা সীমিত করার প্রস্তাব এবং ফরাসি ফুটবলে আর্থিক ন্যায় সংক্রান্ত নিয়মাবলী তৈরির প্রস্তাব।  বেতন সীমানা নিয়ে পুনরায় আলোচনা করার সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে। 

]]>
সম্পূর্ণ পড়ুন