ফয়েজ আহমেদ তৈয়্যবের চিঠি তদন্ত বাধাগ্রস্ত করবে না: দুদক

৪ সপ্তাহ আগে
সম্প্রতি তদন্ত বিষয়ে প্রধান উপদেষ্টার এক বিশেষ সহকারী দুর্নীতি দমন কমিশনকে (দুদক) চিঠি দেন বলে অভিযোগ ওঠে। তবে তদন্ত কাজ কোনোভাবেই বাধাগ্রস্ত হবে না বলে জানিয়েছে দুদক।

সোমবার (৭ জুলাই) সংস্থাটির জনসংযোগ কর্মকতা আক্তারুল ইসলাম এমন তথ্য জানান।

 

তিনি বলেন, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়্যবের চিঠি দুদকের কার্যক্রম বাধাগ্রস্ত করবে না।

 

এ সময় তিনি আরও জানান, চলতি বছরের ছয় মাসে মোট ৫ হাজার ৯২৯টি অভিযোগ আমলে নিয়েছে দুদক। ৫৩৯টি অনুসন্ধানের সিদ্ধান্ত এবং মামলা হয়েছে ২৫৫টি। এছাড়া চার্জশিট দেয়া হয়েছে ১৭৫টির।

 

মামলাগুলোতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৬৮ জন রাজনীতিবিদ আসামি হিসেবে রয়েছেন, আর মোট আসামি ৯৮৩ জন। 

 

আরও পড়ুন: দুদককে চিঠি দেয়ার বিষয়টি ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে: আহমদ তৈয়্যব

]]>
সম্পূর্ণ পড়ুন