লিথুয়ানিয়ার বিপক্ষে ডাচদের জয়ের ম্যাচে মেমফিস ডিপে জোড়া গোল করেন। ম্যাচের একাদশ মিনিটে গোল করেই ডিপে বনে যান নেদারল্যান্ডসের সর্বোচ্চ গোলদাতা। তিনি ছাড়িয়ে যান ডাচ কিংবদন্তি রবিন ফন পার্সিকে।
ডাচদের হয়ে ১০২ ম্যাচ খেলে ৫০ গোল নিয়ে আগে রেকর্ড ছিল ফন পার্সির। গত জুনে মাল্টার বিপক্ষে জোড়া গোল করে ওই রেকর্ড স্পর্শ করেন মেমফিস। এক ম্যাচ পর এককভাবে তালিকার শীর্ষে বসলেন তিনি।
আরও পড়ুন: দেম্বেলে-দুয়ের চোটে ফ্রান্সের কোচের ওপর ক্ষুব্ধ পিএসজির বিবৃতি
এরপর ৩৩তম মিনিটে ডাচদের হয়ে দ্বিতীয় গোলটি করেন টিম্বার। তবে প্রথম হাফেই দুই গোল শোধ দিয়ে সমতায় ফেরেন লিথুয়ানিয়া। ৩৬ মিনিটে গিনাইটিস এবং ৪৩ মিনিটে গিরডভাইনিস গোল করে স্বাগতিকদের সমতায় ফেরান।
তবে দ্বিতীয় হাফে নিজের দ্বিতীয় গোলটি করে আবারও নেদারল্যান্ডসকে লিড এনে দেন ডিপে। ৬৩তম মিনিটে ডামফ্রিসের ক্রসে হেড করে গোল করেন ৩১ বছর বয়সি ডিপে। শেষ পর্যন্ত এই স্কোর লাইনেই শেষ হয় ম্যাচটি।
বাছাইয়ে চার ম্যাচে তিন জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে ‘জি’ গ্রুপের শীর্ষে আছে নেদারল্যান্ডস। সমান ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে দুইয়ে পোল্যান্ড।