বৃহস্পতিবার (১ মে) রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার ফতুল্লা থানাধীন পাগলা বাজারে এ ঘটনা ঘটে।
দুর্বৃত্তরা ওই ব্যবসায়ীকে লক্ষ্য করে ৪-৫ রাউন্ড গুলি ছুড়েছে বলে জানা গেছে।
পুলিশ জানিয়েছে, গুলিবিদ্ধ জাহিদুল ইসলাম (৫২) নারায়ণগঞ্জের ফতুল্লার পাগলা বাজার এলাকার লোহা ব্যবসায়ী। তার বাবার নাম আফসার করিম। বাড়ি রাজধানীর শ্যামপুর এলাকায়। পাগলা বাজারে আফসার করিম মার্কেট নামে তাদের একটি মার্কেট রয়েছে।
আরও পড়ুন: জামাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল শাশুড়ির, স্ত্রী হাসপাতালে
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ৮টার দিকে লোহা ব্যবসায়ী জাহিদুল ইসলাম তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে বের হন। পাগলা বাজার থেকে ফল কিনে তার ব্যক্তিগত গাড়িতে ওঠার সময় হঠাৎ মোটর সাইকেলে আসা তিন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে ৪-৫ রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায়। এসময় ব্যবসায়ী জাহিদুল ইসলামের পেটে ও হাতে গুলিবিদ্ধ হয়। তখন আশপাশের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা গুলিবিদ্ধ ব্যবসায়ী জাহিদুল ইসলামকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
গুলিবিদ্ধ ব্যবসায়ী জাহিদুল ইসলামের ভায়রা জহিরুল ইসলাম জানান, তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে বের হয়ে ফল কিনে গাড়ি ওঠার সময় দুর্বৃত্তরা হত্যার উদ্দেশ্যে জাহিদুলকে লক্ষ্য করে ৪ রাউন্ড গুলি ছোড়ে। তার পেটে ও হাতে গুলিবিদ্ধ হয়েছে। তাকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় দুপক্ষের সংঘর্ষে ইউএনও-ওসিসহ আহত ২০
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, ওই ব্যবসায়ী গাড়ির ওঠার সময় মোটর সাইকেলে আসা তিন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে তিন রাউন্ড গুলি ছুড়েছে। এতে ওই ব্যবসায়ীর বুকে ও পেটে দুটি গুলিবিদ্ধ হয়েছে। তাকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত দুর্বৃত্তদের গ্রেফতারের চেষ্টা চলছে। কী কারণে এ ঘটনা ঘটেছে তা এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় তদন্ত চলছে।