মঙ্গলবার (১১ নভেম্বর) গভীর রাত থেকে বুধবার (১২ নভেম্বর) ভোর পর্যন্ত সদর উপজেলার ফতুল্লা থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন ভুইগড় পুরান বাজার এলাকার মোহাম্মদ নিজাম ওরফে সাউদ (৬০), ধর্মগঞ্জ এলাকার সাইফুল ইসলাম (৪২), পিলকুনি এলাকার মো. সানি মোল্লা (২৪), মেম্বারপাড়া ধর্মগঞ্জ এলাকার মো. আবু বক্কর সিদ্দিক (৪৫), তল্লা বড় মসজিদ এলাকার মিজানুর রহমান ফাহিম ওরফে “সুইচ গিয়ার ফাহিম” (৩০) এবং পশ্চিম তল্লা এলাকার আকাশ (২৭)।
পুলিশ জানায়, গ্রেফতাররা আওয়ামী লীগের স্থানীয় পর্যায়ের সক্রিয় কর্মী এবং বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে হামলার সঙ্গে তাদের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। এছাড়া তারা এলাকায় আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে নাশকতার পরিকল্পনা করছিল বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
আরও পড়ুন: নাশকতার অভিযোগে মহিলা লীগ নেত্রীসহ আ.লীগের ৮ কর্মী গ্রেফতার
ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন,
গোপন সংবাদের ভিত্তিতে রাতভর অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা ও নাশকতার পরিকল্পনার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে।
তিনি আরও জানান, গ্রেফতারদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদনসহ বুধবার আদালতে প্রেরণ করা হয়েছে।
]]>
২ সপ্তাহ আগে
৩






Bengali (BD) ·
English (US) ·