ফতুল্লার ভুইগড় সাধু মাতবর রোড, লামাপাড়া এবং সস্তাপুর এলাকায় অভিযান চালিয়ে রাজউক অনুমোদনবিহীন এবং নকশা লঙ্ঘন করে নির্মাণাধীন ভবনগুলোর কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। একইসঙ্গে এসব ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় ও মিটার জব্দ করা হয়। অভিযানকালে ভবনগুলোর নকশা বহির্ভূত বর্ধিত অংশ ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।
নকশা বহির্ভূতভাবে নির্মিত একটি বহুতল ভবনের মালিককে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়। রাজউকের পক্ষ থেকে জানানো হয়, এ ধরনের কর্মকাণ্ড ভবন নিরাপত্তা ও নগর উন্নয়ন পরিকল্পনায় বিঘ্ন ঘটায়।
আরও পড়ুন: নকশার সঙ্গে মিল না থাকায় দুই ভবনের নির্মাণ কাজ বন্ধ করল রাজউক
নির্বাহী ম্যাজিস্ট্রেট শান্তা রহমান বলেন, রাজউকের অনুমোদন ব্যতীত ও নকশা বহির্ভূতভাবে নির্মাণাধীন ভবনের বিরুদ্ধে নিয়মিত উচ্ছেদ অভিযান পরিচালনা করছি। জনস্বার্থে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় রাজউকের (জোন-৮/২) কর্মকর্তারা অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন পদশূন্যকালীন প্রতিকল্প অথোরাইজড অফিসার এফ. আর. আশিক আহমেদ, সহকারী নিপেন চন্দ্র সিদ্ধা, প্রধান ইমারত পরিদর্শক আবু বকর সিদ্দিক, ইমারত পরিদর্শক মো. মাজেদুল ইসলাম ও আশরাফুল ইসলাম হৃদয় প্রমুখ।