শনিবার (১০ জানুয়ারি) বিকেলে সদর উপজেলার ফতুল্লা থানাধিন দক্ষিণ শিয়াচর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, এলাকায় আধিপত্য বিস্তার, ঝুট সেক্টরের নিয়ন্ত্রন নিতে গত কয়েকদিন ধরে ফতুল্লার কুতুবপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি জয়নাল হোসেন ও জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান দোলন গ্রুপের লোকজনের মধ্যে বিরোধ চলছে। এর জের ধরে শনিবার বিকেলে তক্কার মাঠ এলাকায় উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়ায়। এ সময় দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়া হয়। একপর্যায়ে উভয়পক্ষের লোকজন ককটেল বিস্ফোরণ ঘটালে দুপক্ষের অন্তত ৫ জন আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নিয়ে যান।
আরও পড়ুন: সরাইলে বিএনপি ও যুবদল নেতার সমর্থকদের মধ্যে তুমুল সংঘর্ষ
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী সময় সংবাদকে বলেন, ৯৯৯-এ নম্বরে কল পেয়ে থানা পুলিশ, র্যাব ও সেনাবাহিনীসহ যৌথবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত ১টি পটকা ও ৩০ গ্রাম হেরোইন উদ্ধার সহ ৮ জনকে গ্রেফতার করা হয়। পরে গ্রেফতারকৃতদের থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এ ঘটনায় মামলাসহ আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান জেলা পুলিশের এই কর্মকর্তা।

৪ দিন আগে
২








Bengali (BD) ·
English (US) ·