মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে উপজেলার কাঞ্চননগর ৪নং ওয়ার্ডস্থ শিল্প পাড়ার আব্দুল শুক্কুর সরদার বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত আবুল হাশেম গ্রামীণ ব্যাংক কাঞ্চননগর শাখার ব্রাঞ্চ ম্যানেজারের পদে দায়িত্বরত ছিলেন এবং ওই বাড়িতে ভাড়ায় থাকতেন।
জানা যায়, আবুল হাশেম সকালে তিন তলা ছাদের বেলকনি থেকে নিচে পড়ে গিয়ে ঘটনাস্থলে মারা যান।
আরও পড়ুন: মা-ভাইকে হত্যা করে পাহাড়ে পালিয়ে ছিলেন ইয়াছিন
স্থানীয়রা দেখতে পেয়ে ফটিকছড়ি থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়। ধারণা করা হচ্ছে, অসাবধানতাবশত নিচে পড়ে গেছেন তিনি।
এ বিষয়ে ফটিকছড়ি থানার এস আই রাজ্জাক বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। পরিবারকে খবর দেওয়া হয়েছে।