ফটিকছড়িতে দুর্বৃত্তের গুলিতে এক ব্যক্তি নিহত

৫ দিন আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় সশস্ত্র দুর্বৃত্তদের গুলিতে জামাল উদ্দিন (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় নাছির নামে আরও একজন গুলিবিদ্ধ হয়েছেন।

শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার লেলাং ইউনিয়নের ৪নং ওয়ার্ড শাহনগর দীঘিরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জামাল উদ্দিন ওই এলাকার বাসিন্দা ছিলেন।



প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় দুর্বৃত্তরা মোটরসাইকেলে এসে জামাল উদ্দিনকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান। এ সময় পাশে থাকা নাছিরও গুলিবিদ্ধ হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক)-এ ভর্তি করেন।
 

আরও পড়ুন: রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে নিহত ১

ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। ঘটনার কারণ উদ্ঘাটন ও জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে।’

]]>
সম্পূর্ণ পড়ুন