ফখর-ফারহানের জুটিতে ভালো শুরু পাকিস্তানের

৩ দিন আগে
এশিয়া কাপের ইতিহাসে প্রথমবারের মতো ফাইনালে মুখোমুখি ভারত-পাকিস্তান। এই আসরে এটি এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর তৃতীয় দেখা। আগের দুই দফা লড়াইয়ে হারা পাকিস্তান আজ হারলে হ্যাটট্রিক হারের লজ্জায় ডুববে। এমন সমীকরণের ম্যাচে টস হেরে আগে ব্যাটিং করছে মেন ইন গ্রিনরা।

রোববার (২৮ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে এশিয়া কাপের ফাইনালে টস হেরে ব্যাট করছে পাকিস্তান। ফখর জামান ও সাহিবজাদা ফারহানের ওপেনিং জুটি বেশ  ভালো শুরু এনে দিয়েছে মেন ইন গ্রিনদের। পাওয়ার প্লে'র ৬ ওভারে বিনা উইকেটে ৪১ রান তুলেছে পাকিস্তান। 


পূর্বের দুই ম্যাচের মতো এদিনও ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আগার সঙ্গে হ্যান্ডশেক করা থেকে বিরত থাকেন। 

 

আরও পড়ুন: ফাইনালে যে ১১টি রেকর্ড ভাঙতে পারেন অভিষেক


শুরুতে সাবধানী ব্যাটিং করলেও ধীরে ধীরে খোলস ছেড়ে বের হতে থাকেন ফারহান। শেষ দুই ওভারে বরুণ চক্রবর্তী ও অক্ষর প্যাটেলের ওভার থেকে ১৩ রান তোলে এই জুটি। পাওয়ার প্লেতে খুব বেশি রান তুলতে না পারলেও উইকেটও হারায়নি পাকিস্তান। 


এই রিপোর্ট লেখা পর্যন্ত ৯.৪  ওভারে এক উইকেট হারিয়ে ৮৪ রান তুলেছে পাকিস্তান। ৩৫ বলে আসরে নিজের দ্বিতীয় অর্ধশতক তুলে বিদায় নিয়েছেন ফারহান। আউট হওয়ার আগে ৩৮ বলে ৫ চার ও ৩ ছক্কায় ৫৭ রান করেন তিনি। 

]]>
সম্পূর্ণ পড়ুন