শনিবার (১৪ ডিসেম্বর) প্রিমিয়ার লিগের খেলায় ঘরের মাঠে পয়েন্ট হারিয়েছে লিভারপুল। অ্যানফিল্ডে ১০ জনে পরিণত হওয়া লিভারপুল ২-২ গোলে ড্র করেছে ফুলহ্যামের সঙ্গে। লিভারপুলের পক্ষে কোডি গাকপো এবং দিয়েগো জোতা গোল করেন। ফুলহ্যামের পক্ষে আন্দ্রেয়াস পেরেরা এবং রদ্রিগো মুনিজ গোল করেন।
এদিন ম্যাচের ১১ মিনিটে আন্দ্রেয়াস পেরেইরা গোল করে এগিয়ে দেন ফুলহ্যামকে। এই নিয়ে লিগে টানা ১৫ ম্যাচে গোল পেল ফুলহ্যাম। যা তাদের ক্লাব রেকর্ড। এর ৬ মিনিট পরেই লাল কার্ড দেখে মাঠ ছাড়েন লিভারপুলের অ্যান্ড্রু রবার্টসন। ফলে ১০ জনের দলে পরিণত হয় অলরেডরা।
আরও পড়ুন: শুনানি শেষে রায়ের জন্য অপেক্ষা
দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল শোধ করেন কোডি গাকপো। মোহামেদ সালাহর ক্রসে দূরের পোস্টে ডাইভিং হেডে জাল খুঁজে নেন এই ডাচ ফরোয়ার্ড।
এদিন লিভারপুল নিজেদের মাঠে বেশ ম্লান হয়ে ছিল। প্রথমার্ধে তো প্রতিপক্ষের কোনো পরীক্ষাই নিতে পারেনি স্লটের দল। দ্বিতীয়ার্ধে সমতায় ফিরলেও ফের ৭৬ মিনিটে তার পিছিয়ে পড়ে।
বাঁ দিকের বাইলাইন থেকে সতীর্থের কাটব্যাকে পায়ের টোকায় জালে পাঠান বদলি নামা মুনিজ।
আরও পড়ুন: বেনজেমা-কান্তের ভোট না পেয়েও ফ্রান্সের বর্ষসেরা এমবাপ্পে
৭৯ মিনিটে ট্রেন্ট অ্যালেক্সান্ডার আর্নল্ডের বদলি হিসেবে নামের দিয়েগো জোতা। চোট কাটিয়ে দীর্ঘ ২ মাস পর মাঠে নামেন তিনি। আর তার সাত মিনিট পরেই গোল করে লিভারপুলকে সমতায় ফেরান এই পর্তুগিজ। আরেক বদলি খেলোয়াড় ডারউইন নুনেজের পাস থেকে গোল করেন জোতা।
১৫ ম্যাচে ১১ জয় ও ৩ ড্রয়ে ৩৬ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে লিভারপুল। সমান ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে দুইয়ে চেলসি। ফুলহ্যাম ১৬ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে ৯ নম্বরে ফুলহ্যাম।